JioEV Aries: বৈদ্যুতিক গাড়ির বাজারে এন্ট্রি জিও-র! চার্জিং টেনশন কমিয়ে দেবে মুকেশ আম্বানির কোম্পানি

বর্তমানে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধির মুহূর্তে ইভি...
SUMAN 12 Jun 2024 8:39 PM IST

বর্তমানে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধির মুহূর্তে ইভি চার্জিং সলিউশন নিয়ে হাজির হল। JioEV Aries নামের ইভি চার্জারটি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে (Amazon) লিস্টেড হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে যে, এটি ইউনিভার্সাল টাইপ-২ চার্জিং কানেক্টর। অর্থাৎ সমস্ত ইলেকট্রিক এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ি চার্জ করার জন্য ব্যবহার করা যাবে।

ইলেকট্রিক গাড়ির জন্য হাজির JioEV Aries চার্জার

ক্রেতাদের ভরসা-বিশ্বাস অর্জনের জন্য JioEV Aries Wallbox-এর ঝুলিতে রয়েছে CE ও ARAI-এর শংসাপত্র। এর চার্জিং ক্যাপাসিটি ৭.৪ কিলোওয়াট। জিও’র তরফে জানানো হয়েছে, একটি ৩.৩ কিলোওয়াট চার্জারের তুলনায় এতে চার্জিং টাইম কমবে। JioEV Aries পেয়েছে IP55 ও IK10 রেটিং। অর্থাৎ এটি ধুলো ময়লা ও জল প্রতিরোধ করতে সক্ষম।

উন্নত নিরাপত্তা ও সুরক্ষা বৈশিষ্ট্য

ইলেকট্রিক ভেহিকেলকে সুরক্ষা প্রদানের জন্য JioEV Aries-এ ৩৬০ ডিগ্রি প্রোটেকশন অফার করা হয়েছে। এতে বৈশিষ্ট্য হিসেবে উপস্থিত ইন্টার্নাল আরসিডি, ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, রেসিডুয়াল কারেন্ট, শর্ট সার্কিট, ওভার টেম্পারেচার, গ্রাউন্ড ফল্ট এবং ইন্টিগ্রেটেড সার্জ প্রোটেকশন।

চার্জারটির ওজন ৩.৭৫ কেজি। ওয়াল, পিলার অথবা পোল, যে কোন জায়গাতেই চার্জারটি লাগানো সম্ভব। এই প্লাগ অ্যান্ড প্লে ডিভাইসটিতে রয়েছে RFID টেকনোলজি এবং স্টার্ট চার্জিং। জিওর এই চার্জিং ডিভাইস বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের টেনশন অনেকটাই দূর করবে বলে ধরে নেওয়া যায়।

Show Full Article
Next Story