ইলেকট্রিক স্কুটার কিনলে কড়কড়ে ক্যাশব্যাক, বর্ষা উপলক্ষ্যে নতুন অফার নিয়ে এল Jitendra EV
এবার আকর্ষণীয় ডিসকাউন্টে কেনা যাবে ইলেকট্রিক স্কুটার। নাসিকের সংস্থা জিতেন্দ্র নিউ ইভি টেক (Jitendra New EV Tech) তাদের...এবার আকর্ষণীয় ডিসকাউন্টে কেনা যাবে ইলেকট্রিক স্কুটার। নাসিকের সংস্থা জিতেন্দ্র নিউ ইভি টেক (Jitendra New EV Tech) তাদের কয়েকটি স্কুটারে ‘মনসুন ধামাকা অফার’-এর কথা ঘোষণা করল। সংস্থা সূত্রে জানানো হয়েছে, ঘোষিত কয়েকটি মডেলের বুকিং করলে ৩,০০০ টাকার ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন গ্রাহকরা। যার বৈধতা ৩১ জুলাই পর্যন্ত।
সংস্থাটি জানিয়েছে তাদের JMT Classic City 60V LI, JMT 1000 HS ও JMT 1000 3K ই-স্কুটার কিনলে পাওয়া যাবে ৩,০০০ টাকার ক্যাশব্যাক। পরিবেশবান্ধব যানবাহনের প্রতি মানুষের উৎসাহ দেখে স্টার্টআপ সংস্থাটি বেশ কয়েকটি মডেলের দুই ও তিন চাকার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। স্কুটারের পাশাপাশি তাদের রয়েছে ইলেকট্রিক রিকশা এবং পণ্য পরিবহণের জন্য ই-কার্ট গাড়ি। যাতে আরও বেশি সংখ্যক গ্রাহক তাদের যানবাহনের প্রতি আকৃষ্ট হন, সেজন্য এই আকর্ষণীয় মুনসুন অফার ঘোষণা করেছে সংস্থা।
অফারের প্রসঙ্গে জিতেন্দ্র নিউ ইভি টেকের সহ প্রতিষ্ঠাতা সমকিত শাহ বলেন, “আমরা মুনসুন ধামাকা ক্যাশব্যাক অফার ঘোষণা করতে পেরে আনন্দিত। জিতেন্দ্র নিউ ইভি টেক সর্বদা ভারত সরকারের বৈদ্যুতিক যানবাহনের প্রচার অভিযানের সঙ্গে রয়েছে। এইরকম আরো একাধিক অফার আমরা ভবিষ্যতেও নিয়ে আসবো, যাতে গ্রাহকরা পরিবেশবান্ধব যানবাহন কিনতে উৎসাহিত হন।”
প্রসঙ্গত, জিতেন্দ্র নিউ ইভি টেক হল চার দশকের পুরনো শাহ গোষ্ঠীর শাখা সংস্থা। যারা আবার মহারাষ্ট্রের নাসিকের প্রথম সারির বৈদ্যুতিক যানবাহন নির্মাতাদের মধ্যে অন্যতম। ২০১৪ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৬ সালে তারা দুই ও তিন চাকার বৈদ্যুতিক গাড়ি বাজারে প্রথম লঞ্চ করে। বর্তমানে তাদের মোট সাতটি মডেলের যানবাহন রয়েছে। কন্যাকুমারী থেকে জম্মু-কাশ্মীর পর্যন্ত সংস্থার টাচপয়েন্ট ছড়িয়ে রয়েছে।