এক চার্জেই কলকাতা টু দুর্গাপুর, দেখার মতো ইলেকট্রিক বাইক লঞ্চ করল Kabira Mobility

ব্যাটারি স্কুটারের পাশাপাশি বর্তমানে ভারতে ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারেও নতুন মডেলের সমাগম ঘটছে। বাইকপ্রেমী ক্রেতারা...
SUMAN 16 Feb 2024 7:32 PM IST

ব্যাটারি স্কুটারের পাশাপাশি বর্তমানে ভারতে ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারেও নতুন মডেলের সমাগম ঘটছে। বাইকপ্রেমী ক্রেতারা ধীরে ধীরে পরিবেশবান্ধব মডেলগুলির প্রতি আকর্ষণ অনুভব করছে। তাই ক্রেতাদের চাহিদা পূরণে মাঠে নামছে নানান কোম্পানি। পাশাপাশি বাজার চলতি মডেলের নয়া ভার্সন আনতেও কোমর বেঁধেছে বিভিন্ন সংস্থা। এবারে যেমন গোয়ার ইভি টু-হুইলার স্টার্টআপ কবিরা মোবিলিটি (Kabira Mobility) তাদের একজোড়া ই-বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করল। এগুলি হল – KM3000 MK2 ও KM4000 MK2। মডেল দুটির দাম যথাক্রমে ১.৭৪ লাখ ও ১.৭৬ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Kabira KM3000

Foxconn-এর সাথে যৌথ উদ্যোগে নির্মিত এই বৈদ্যুতিক বাইকে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম কোর হাব মোটর পাওয়ারট্রেন। KM3000 দুটি ভ্যারিয়েন্টে এসেছে – KM3000 ও KM3000-V। এটি ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক। প্রথমটির ৪.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থেকে ১৭৮ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। অন্যদিকে KM3000-V-তে দেওয়া হয়েছে ৫.১৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ফুল চার্জে এটি ২০১ কিলোমিটার (সার্টিফায়েড রেঞ্জ) পথ ছুটবে বলে দাবি করা হয়েছে।

KM3000-তে আছে তিনটি রাইডিং মোড – ইকো, সিটি এবং স্পোর্টস। আবার পার্কিং ও রিভার্স মোড বর্তমান। মডেলটির উভয় ভ্যারিয়েন্ট থেকে সর্বোচ্চ ১৬.০৯ বিএইচপি এবং ১৯২ এনএম টর্ক পাওয়া যাবে। এর সাথে একটি ১৫০০ ওয়াট অন-বোর্ড চার্জার আছে।

Kabira KM4000 খুঁটিনাটি

এবারে আসা যাক KM4000 MK2-এর প্রসঙ্গে। এই নেকেড স্টাইলের বাইকটি দুই ভ্যারিয়েন্টে এসেছে – KM4000 ও KM4000-V। উভয় মডেলেই রয়েছে সমান পাওয়ারট্রেন। আবার উক্ত মডেল দুটি পারফরম্যান্সের বিচারে যথাক্রমে KM3000 ও KM3000-V-এর সাথে মিল রয়েছে।

উপরিউক্ত চারটি ভ্যারিয়েন্টের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার। আবার ০-৬০ কিমি/ঘন্টা গতি তুলতে সময় নেবে ৪.৫ সেকেন্ড। KM3000 ও KM4000 ইকো মোডে ১৩০ কিলোমিটার, সিটি মোডে ১৫০ কিলোমিটার এবং স্পোর্টস মোডে ৮০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করেছে সংস্থা। যেখানে KM3000-V ও KM4000-V ইকো মোডে ১৮৮ কিলোমিটার, সিটি মোডে ১৫০ কিলোমিটার এবং স্পোর্টস মোডে ১২০ কিলোমিটার রেঞ্জ দেবে বলে জানিয়েছে সংস্থা। এগুলির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা।

মোটরসাইকেলগুলি ডায়মন্ড স্টিল টিউব ফ্রেমের ওপর ভিত্তি করে এসেছে। এদের দৈহিক ওজন ১৫২ কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৫ মিমি। আবার ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি ২০০ মিমি। আবার ওভার মডেলের সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ১৩ লিটার ফ্রাঙ্ক স্টোরেজ ক্যাপাসিটি।

KM3000 MK2 ও KM4000 MK2-তে উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে ব্লুটুথ এবং অ্যাপ কানেক্টিভিটি সহ পাঁচ ইঞ্চি টিএফটি ক্লাস্টার, সুইচেবেল লাইট, ডার্ক থিম, KM3000s-এ প্রোজেক্টর হেডল্যাম্প, KM4000s-এ এলইডি হেডলাইট, রি-জেনারিটিভ সিস্টেম সমেত ডুয়েল চ্যানেল সিবিএস এবং ক্রুজ কন্ট্রোল। আগ্রহী ক্রেতারা টেস্ট রাইড নিতে পারবেন। এবছর মার্চ থেকে ডেলিভারি শুরুর কথা জানিয়েছে কোম্পানি।

Show Full Article
Next Story