Kawasaki KLX 230 বাইক ভারতে লঞ্চ হল, Hero Xpulse 200 4V এর সাথে হবে টক্কর
Kawasaki KLX 230 একটি স্লিক এবং মজবুত ডিজাইনের সাথে এসেছে। এর স্টাইলিংয়ে আপনি হেডলাইট এবং চারপাশে প্লাস্টিকের কাউল পাবেন। এতে লম্বা ফ্রন্ট ফেন্ডার রয়েছে, যা এটিকে অফ-রোডার বাইক করে তুলেছে।
Kawasaki ভারতের বাজারে তাদের নতুন KLX 230 ডুয়াল স্পোর্টস মোটরসাইকেল লঞ্চ করেছে। বাইকটির দাম শুরু হয়েছে 3.30 লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে। Kawasaki KLX 230 হল ব্র্যান্ডটির সবচেয়ে ছোট রোড-লিগ্যাল ডুয়াল-স্পোর্ট মোটরসাইকেল। আসুন এই বাইকটির ফিচার দেখে নেওয়া যাক।
ডিজাইন ও লুক
Kawasaki KLX 230 একটি স্লিক এবং মজবুত ডিজাইনের সাথে এসেছে। এর স্টাইলিংয়ে আপনি হেডলাইট এবং চারপাশে প্লাস্টিকের কাউল পাবেন। এতে লম্বা ফ্রন্ট ফেন্ডার রয়েছে, যা এটিকে অফ-রোডার বাইক করে তুলেছে। এতে স্লিম সিট পাওয়া যাবে। এ ছাড়া ডিজিটাল এলসিডি ডিসপ্লে এবং সুইচেবল ডুয়াল চ্যানেল এবিএসের মতো ফিচার পাওয়া যাবে।
ইঞ্জিন এবং পারফরম্যান্স
কাওয়াসাকি কেএলএক্স 230 বাইকে রয়েছে 233 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন যা 18.1 বিএইচপি এবং 18.3 এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি 6-স্পিড গিয়ারবক্সের সাথে এসেছে। দীর্ঘপথ যাত্রার জন্য ফ্রন্ট টেলিস্কোপিক ফোর্কস এবং রিয়ার মনোশক চমৎকার হ্যান্ডলিং অফার করবে।
চমৎকার ব্রেকিং সিস্টেম
কাওয়াসাকি কেএলএক্স 230 এর সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক রয়েছে। এর 21 ইঞ্চি ফ্রন্ট এবং 18 ইঞ্চি রিয়ার স্পোক হুইলে রোড-বায়াসড টায়ার লাগানো হয়েছে, যা অফ-রোড এবং অন-রোড উভয়ের জন্যই উপযুক্ত।
দাম এবং প্রতিযোগিতা
Kawasaki KLX 230 এর দাম 3.30 লক্ষ টাকা থেকে শুরু। বাইকটি ভারতের বাজারে Hero Xpulse 200 4V এর সাথে প্রতিযোগিতা করবে, যার দাম KLX 230 এর অর্ধেক।
Kawasaki KLX 230 একটি স্লিক এবং মজবুত ডিজাইনের সাথে এসেছে। এর স্টাইলিংয়ে আপনি হেডলাইট এবং চারপাশে প্লাস্টিকের কাউল পাবেন। এতে লম্বা ফ্রন্ট ফেন্ডার রয়েছে, যা এটিকে অফ-রোডার বাইক করে তুলেছে।