পাহাড়-জঙ্গলের বুক চিরে ছুটে বেড়াবে, দেশে নতুন ধরনের বাইক নিয়ে হাজির Kawasaki

খানাখন্দ চড়াই-উৎরাই চষে বেড়ানোর জন্য ডার্ট বাইকের জবাব নেই। এবার কাওয়াসাকি (Kawasaki ) এদেশে তাদের এমন অফ-রোড মোটরসাইকেল KLX 230R S লঞ্চের ঘোষণা করল। তবে…

খানাখন্দ চড়াই-উৎরাই চষে বেড়ানোর জন্য ডার্ট বাইকের জবাব নেই। এবার কাওয়াসাকি (Kawasaki ) এদেশে তাদের এমন অফ-রোড মোটরসাইকেল KLX 230R S লঞ্চের ঘোষণা করল। তবে এটি নিয়ে প্রকাশ্য রাস্তায় বেড়ানো যাবে না। কারণ এটি কেবল নিয়ন্ত্রিত পরিবেশে ট্র্যাকে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। ভারতে দাম পড়বে ৫.২১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বিদেশ থেকে আমদানি করে এদেশে বিক্রি করার কারণেই Kawasaki KLX 230R S এতটা দামী।

Kawasaki KLX 230R S লঞ্চ হল ভারতে

‘ট্র্যাক অনলি’ বাইক হওয়ার কারণে রাস্তায় চলার জন্য সাধারণ বাইকে যে সহ প্রয়োজনীয় সরঞ্জাম দেখা যায়, সেগুলি এতে অনুপস্থিত। যেমন হেডলাইট, টেললাইট, টার্ন ইন্ডিকেটর ও রিয়ার ভিউ মিরর। স্লিক বডিওয়ার্ক যুক্ত এই মোটরসাইকেলে টল সেট ফ্রন্ট ফেন্ডার, ফর্ক গেইটার, আপসোয়েপ্ট টেল প্যানেল, হাই পজিশন এগজস্ট ক্যানিস্টার এবং ওয়্যার স্পোক হুইল বর্তমান।

Kawasaki KLX 230R S হার্ডওয়্যার ও ইঞ্জিন

Kawasaki KLX 230R ডার্ট বাইকটি সামনে ২১ ইঞ্চি এবং পেছনে ১৮ ইঞ্চি ডায়ামিটারের স্পোক হুইলের উপর ভর করে দৌড়বে। এতে রয়েছে টিউব টাইপ টায়ার। আবার খাটো রাইডারদের সুবিধার জন্য KLX 230R-এর স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় S ভ্যারিয়েন্টে আরও নিচু সিট দেওয়া হয়েছে।

KLX 230R S এর অন্যান্য হার্ডওয়্যার হিসাবে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক (দুটি লং ট্রাভেল রেটিং যুক্ত), দু’চাকায় পেটাল টাইপ ডিস্ক ব্রেক। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, বাইকটিতে দেওয়া হয়েছে একটি ২৩৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যার সাথে সিক্স-স্পিড গিয়ারবক্স যুক্ত।