Kawasaki Ninja 1100: পয়লা অক্টোবর মহা ধামাকা, অসীম ক্ষমতাসম্পন্ন বাইক আনছে কাওয়াসাকি

জাপানের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা Kawasaki আগামী ১ অক্টোবর বেশ কিছু নতুন মোটরসাইকেল উন্মোচনের ঘোষণা করেছে। সেগুলির মধ্যে একটি Ninja 1100 বলে মনে করা হচ্ছে। এই…

Kawasaki Ninja 1100 Could Be Unveiled On 1 October 2024

জাপানের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা Kawasaki আগামী ১ অক্টোবর বেশ কিছু নতুন মোটরসাইকেল উন্মোচনের ঘোষণা করেছে। সেগুলির মধ্যে একটি Ninja 1100 বলে মনে করা হচ্ছে। এই স্পোর্টস বাইকটির সম্পর্কে সংস্থা বিস্তারিত কিছু না বললেও, ইতিমধ্যেই সূত্র মারফত কিছু তথ্য ফাঁস হয়েছে।

Kawasaki Ninja 1100-এর হাইলাইট হবে ১০৯৯ সিসির ইন-লাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিন। যা পুরনো ১০৪৩ সিসি পাওয়ারট্রেনের রিপ্লেসমেন্ট হিসাবে আসছে। তবে ফাঁস হওয়া তথ্য বলছে, ডিসপ্লেসমেন্ট বাড়লেও পাওয়ার আউটপুট ১৪২ হর্সপাওয়ার থেকে কমে ১৩৫-এ গিয়ে দাঁড়াবে।

যদিও টর্কের পরিমাণ সামান্য বেড়ে ১১১ এনএম থেকে ১১৩ এনএম-এ পৌঁছতে পারে। নতুন বাইকটিতে কিছুটা বড় স্প্রোকেট থাকবে যার ফলে অ্যাক্সিলারেশনে ইমপ্রুভমেন্ট আসবে। Ninja 1100-এর ডিজাইনে খূব একটা পরিবর্তন আসবে না। আগের মতোই উচ্চতা, দৈর্ঘ্য, এবং ওজন অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, কাওয়াসাকি এই বছরের শুরুতে Ninja 1000 মডেলটিকে ভারতে তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছিল। যেহেতু, স্পোর্টস বাইকটির বিক্রি একদমই নগণ্য ছিল, তাই এদেশে Ninja 1100 লঞ্চ হওয়ার সম্ভাবনা নগণ্য বলা চলে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন