Kawasaki Ninja ZX-4RR শিহরণ জাগিয়ে ভারতে লঞ্চ হল, পাওয়ার-ফিচার্সে বিশ্বসেরা!

গত মাসের প্রথম দিকে টিজার প্রকাশিত হয়েছিল। তার মাস খানেক বাদে ভারতেলঞ্চ হল Kawasaki Ninja ZX-4RR। দেশে এই স্পোর্টস বাইকটির দাম ৯.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)…

গত মাসের প্রথম দিকে টিজার প্রকাশিত হয়েছিল। তার মাস খানেক বাদে ভারতেলঞ্চ হল Kawasaki Ninja ZX-4RR। দেশে এই স্পোর্টস বাইকটির দাম ৯.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করেছে কাওয়াসাকি ইন্ডিয়া (Kawasaki India)। রকেটের ন্যায় গতি আনার জন্য এতে দেওয়া হয়েছে ফোর সিলিন্ডার ইঞ্জিন। সংস্থার পোর্টফোলিওতে Ninja ZX-4R -এর উপরে স্থান পেয়েছে বাইকটি। চলুন বাইকটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Kawasaki Ninja ZX-4RR – স্পেসিফিকেশন

হাই-পারফরম্যান্সের জন্য নতুন Kawasaki Ninja ZX-4RR একটি ৩৯৯ সিসি, লিকুইড কুল্ড, ইনলাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিনে ছুটর। এটি থেকে ১৪,৫০০ আরপিএম গতিতে ৭৬ বিএইচপি ক্ষমতা এবং ১৩,০০০ আরপিএম গতিতে ৩৭.৬ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স এবং বাই ডিরেকশনাল কুইকশিফ্টার।

Kawasaki Ninja ZX-4RR চেহারায় এত বড় হওয়া সত্ত্বেও এর কার্ব ওয়েট মাত্র ১৮৯ কেজি। হার্ডওয়্যারের হিসেবে এতে দেওয়া হয়েছে ৩৭ মিমি ইউএসডি Showa SFF-BP ফ্রন্ট ফর্ক এবং Showa BFRC Lite রিয়ার মোনোশক। দু’দিকেই রয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল। ব্রেকিংয়ের জন্য সামনে ২৯০ মিমি ডুয়েল সেমি ফ্লোটিং ডিস্ক এবং পেছনে ২২০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

Kawasaki Ninja ZX-4RR – ফিচার্স

অতি শক্তিশালী এই Kawasaki Ninja ZX-4RR ট্র্যাকের জন্য আদর্শ। এতে তাৎপর্যপূর্ণ ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ৪.৩ ইঞ্চি টিএফটি স্ক্রিন, চারটি রাইডিং মোড এবং অল এলইডি লাইটিং। বাজারে এই বাইকের প্রত্যক্ষ কোনো প্রতিপক্ষ নেই। যে কারণে ক্রেতামহলে আরও বেশি বিশেষত্ব পেয়েছে এটি। সীমিত সংখ্যার এই বাইকটির কিনতে চাইলে এখনই শোরুমে ছোটার পরামর্শ রইল।