Kawasaki-র মোটরবাইক কম দামে কেনার শেষ সুযোগ, আগামী মাস থেকে দাম বাড়ছে

কাওয়াসাকি (Kawasaki) ভারতে তাদের মোটরবাইকের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল। Ninja 300, Z H2 সিরিজ (Z H2 ও Z H2 SE), ও অফ-রোড...
SHUVRO 25 July 2021 12:23 AM IST

কাওয়াসাকি (Kawasaki) ভারতে তাদের মোটরবাইকের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল। Ninja 300, Z H2 সিরিজ (Z H2 ও Z H2 SE), ও অফ-রোড বাইক KLX রেঞ্জ বাদ দিয়ে প্রত্যেকটি মডেলের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে তারা। আগামী মাস থেকে এই নতুন দাম কার্যকর হবে।

Kawasaki বাইকের দাম বাড়ছে

কাওয়াসাকি ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন দামের একটি তালিকা শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে ১ আগস্ট থেকে নতুন দাম কার্যকর হতে চলেছে। যদিও ৩১ জুলাইয়ের আগে বাইকগুলি বুকিং করে আগস্টে ডেলিভারি নিলে পুরনো এক্স-শোরুম দাম অনুযায়ী পরিশোধ করতে হবে।

তবে দাম বাড়ানো সত্বেও কাওয়াসাকি ডিসকাউন্ট ভাউচার অফার করছে৷ এই ভাউচার ব্যবহার করে কাওয়াসাকির নির্দিষ্ট কয়েকটি মডেল কিছুটা সস্তায় কেনার সুযোগ থাকছে।

Kawasaki-র কোন বাইকের দাম কত হয়েছে

Kawasaki Z 650 Ninja 650 and others price hiked in India effective from August 1

Kawasaki Ninja 300- নতুন দাম ৩,১৮,০০০ টাকা।
Kawasaki Ninja 650- নতুন দাম ৬,৬১,০০০ টাকা।
Kawasaki Ninja 1000SX- নতুন দাম ১১,৪০,০০০ টাকা।
Kawasaki Ninja ZR-10R- নতুন দাম ১৫,১৪,০০০ টাকা।
Kawasaki Z650- নতুন দাম ৬,২৪,০০০ টাকা।
Kawasaki Z900- নতুন দাম ৮,৪২,০০০ টাকা।
Kawasaki Z H2- নতুন দাম ২১,৯০,০০০ টাকা।
Kawasaki Z H2 SE- নতুন দাম ২৫,৯০,০০০ টাকা।
Kawasaki Versys 650- নতুন দাম ৭,১৫,০০ টাকা।
Kawasaki Versys 1000- নতুন দাম ১১,৫৫,০০০ টাকা।
Kawasaki Vulcan S- নতুন দাম ৬,১০,০০০ টাকা।
Kawasaki W800- নতুন দাম ৭,২৬,০০০ টাকা।
Kawasaki KLX110- নতুন দাম ২,৯৯,৫০০ টাকা।
Kawasaki Ninja KLX140G- নতুন দাম ৪,০৬,৬০০ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story