চার চাকার থেকেও শক্তিশালী, দেশে নতুন Z H2 এবং Z H2 SE বাইক আনল Kawasaki
এদিন ভারতে লঞ্চ হল Kawasaki Z H2 এবং Z H2 SE। দুটি হাই-পারফরম্যান্স স্পোর্টসবাইক। এর মধ্যে দ্বিতীয় বাইকে একাধিক নতুন ফিচার্স যোগ করেছে সংস্থা। দাম, ফিচার্স, হর্সপাওয়ার ইত্যাদি তথ্যগুলি আলোচনা করা হল প্রতিবেদনে।
ভারতে নতুন দুটি মোটরবাইক লঞ্চ করল Kawasaki। বাজারে হাজির Z H2 এবং Z H2 SE বাইকের ২০২৫ আপডেটেড ভার্সন। এর মধ্যে দ্বিতীয় মডেলটি নতুন রং এবং ফিচারের সঙ্গে লঞ্চ হয়েছে। দুই বাইকেরই দামে পরিবর্তন করেছে কাওয়াসাকি।
২০২৫ কাওয়াসাকি Z H2 SE একটি সুপারচার্জড হাইপারনেকেড মোটরবাইক। এটি যে রংগুলিতে পাওয়া যাবে সেগুলি হল - মেটালিক ম্যাট গ্রাফাইনস্টিল গ্রে/মিরর কোটেড ব্ল্যাক এবং এমারাল্ড ব্লেজ গ্রিন/মেটালিক ম্যাট গ্রাফাইনস্টিল গ্রে/মেটালিক ডায়াবলো ব্ল্যাক মেশিন।
Kawasaki Z H2 এবং Z H2 SE বাইকের স্পেসিফিকেশন
দুই মোটরবাইকেই রয়েছে ৯৯৮ সিসি ইন-লাইন চার সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ১৯৭ হর্সপাওয়ার (১১,০০০ আরপিএম) এবং ১৩৭ এনএম টর্ক (৮,৫০০ আরপিএম) উৎপন্ন হয়। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ার, স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ এবং সংস্থার নিজস্ব কুইকশিফটার, যা ২,৫০০ আরপিএমের পর অ্যাক্টিভেট হবে।
মজবুত এবং টেকসই স্টিল দিয়ে তৈরি দুই বাইক। হার্ডওয়্যারের ক্ষেত্রে সামনে স্প্রিং প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি সাসপেনশন এবং পিছনে গ্যাস চার্জ শক অ্যাবসর্বার সাসপেনশন রয়েছে। অন্যদিকে, কাওয়াসাকি SE মডেলে পাওয়া যাবে Showa এর স্কাইহুক প্রযুক্তি সমৃদ্ধ কাওয়াসাকি ইলেকট্রনিক কন্ট্রোল সাসপেনশন। দুই বাইকের দু’চাকাতেই রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
কাওয়াসাকি Z H2 এবং Z H2 SE বাইকের দাম
কাওয়াসাকি Z H2 বাইকের দাম ২৪.১৮ লাখ টাকা এবং Z H2 SE বাইকের দাম ২৮.৫৯ লাখ টাকা। দুই বাইক সম্পর্কিত আরও তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইট অথবা সংস্থার নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন।
প্রসঙ্গত, বেশ কয়েকটি বাইকের উপর ছাড় দেওয়ার ঘোষণাও করেছে জাপানি সংস্থা। এই মডেলগুলি হল - নিনজা ৩০০ (১৫ হাজার টাকা ছাড়), নিনজা ৫০০ (১০ হাজার টাকা ছাড়) এবং নিনজা ৬৫০ (৩৫ হাজার টাকা ছাড়)।
এদিন ভারতে লঞ্চ হল Kawasaki Z H2 এবং Z H2 SE। দুটি হাই-পারফরম্যান্স স্পোর্টসবাইক। এর মধ্যে দ্বিতীয় বাইকে একাধিক নতুন ফিচার্স যোগ করেছে সংস্থা। দাম, ফিচার্স, হর্সপাওয়ার ইত্যাদি তথ্যগুলি আলোচনা করা হল প্রতিবেদনে।