Kawasaki Z650-এর আপডেটেড ভার্সন নতুন রঙে বাজারে এল, কিনবেন নাকি?
2022 Kawasaki Ninja 650 লঞ্চ করার একদিন পর, আজ Kawasaki তাদের Z650 মোটরসাইকেলের আপডেটেড ভার্সন লঞ্চের ঘোষণা করেছে। 2022...2022 Kawasaki Ninja 650 লঞ্চ করার একদিন পর, আজ Kawasaki তাদের Z650 মোটরসাইকেলের আপডেটেড ভার্সন লঞ্চের ঘোষণা করেছে। 2022 এডিশনে Kawasaki Z650-এর একমাত্র আপডেট হল নতুন কালার স্কিম। এছাড়া বাইকটিতে কোনওপ্রকার অদলবদল করেনি কাওয়াসাকি। যার ফলে পুরনো দামেই পাওয়া যাবে এই স্পোর্টস বাইক। দিল্লিতে এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৬ লক্ষ ৬৪ হাজার টাকা।
2022 Kawasaki Z650 কালার স্কিম
২০২২ কাওয়াসাকি জেড৬৫০ এখন 'ক্যান্ডি লাইম গ্রিন টাইপ ৩' নামে এক নতুন কালার স্কিমে উপলব্ধ হবে। এই পেইন্ট স্কিমে সবুজ ও কালো রঙের কম্বিনেশন রয়েছে। সেইসঙ্গে বাইকে দেওয়া হয়েছে গ্রে গ্রাফিক্স। আগের মেটালিক স্পার্ক ব্ল্যাক কালারের বদলে এটি এনেছে কাওয়াসাকি।
2022 Kawasaki Z650 স্পেসিফিকেশন ও ফিচার
২০২২ কাওয়াসাকি জেড৬৫০-এর ৬৪৯ সিসি-র লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিনের আউটপুটে কোনও পরিবর্তন নেই। আগের মতোই এটি সর্বোচ্চ ৬৮ পিএস পাওয়ার ও ৬৫ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। স্লিপার ক্লাচ-সহ এতে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স। ব্লুটুথ কানেক্টিভিটি-সহ ৪.৩ ইঞ্চি এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল চ্যানেল এবিএস, বাইকটির ফিচারের মধ্যে উল্লেখযোগ্য।
কাওয়াসাকি জেড৬৫০-এর দু'দিকে ১৭ ইঞ্চি হুইল আছে এবং সাসপেনশনের জন্য বাইকটির সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফোর্ক এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক। এছাড়াও, Kawasaki Z650-এর সামনে ৩০০ মিমি ডুয়েল পেটাল ডিস্ক ও পিছনে ২২০ মিমি সিঙ্গেল ডিস্ক পাওয়া যাবে।