Kawasaki Z900

হাই-স্পিড বাইক কিনে বন্ধুদের চমকে দিন, ৪০,০০০ টাকা ছাড় শুধু আর কয়েকদিন

Kawasaki Z900 মডেলে দারুণ ছাড় দিচ্ছে কোম্পানি। ৪০ হাজার টাকা কমল এই স্পোর্টস বাইকের দাম। কবে অবধি এই অফার থাকবে জেনে নিন।

Suvrodeep Chakraborty 16 Dec 2024 1:29 PM IST

স্টক খালি করার উদ্দেশ্যে ব্যাপক ছাড় ঘোষণা করল Kawasaki। কোম্পানির দুর্ধর্ষ স্পোর্টস বাইক Z900 মডেলে পাওয়া যাচ্ছে ৪০ হাজার টাকা ছাড়। নিনজা সিরিজের পর এই বাইকে নতুন অফারের ঘোষণা করেছে জাপানের কাওয়াসাকি। এটি ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া হাই-স্পিড মোটরসাইকেলগুলির মধ্যে একটি। দারুণ জনপ্রিয় গ্লোবাল মার্কেটেও।

২০২৫ শুরুর আগে স্টক খালি করছে কাওয়াসাকি। যে কারণে এই বাইকে সীমিত সময়ের জন্য ৪০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। তবে কোম্পানি জানিয়েছে, যতদিন স্টক থাকবে ততদিন এই অফারটি পাওয়া যাবে। ডিসেম্বরে যারা নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি বেশ ভালো সুযোগ হতে পারে। কারণ এর আগে Z900 মডেলে এমন ছাড় পাওয়া যায়নি। বাজারে এই বাইকের দাম ৯.৪ লাখ টাকা (এক্স-শোরুম)। তবে ছাড় ঘোষণা হওয়ার পর বাইকটি এখন ৯ লাখ টাকায় কেনা যাবে।

তবে এই কোম্পানির সমস্ত শোরুমে পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয়। আগ্রহী ক্রেতাদের এর জন্য নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে হবে। ডিসেম্বরে প্রতিটি কোম্পানিই কিছু না কিছু অফার নিয়ে হাজির হয়। নতুন বছর শুরু হওয়ার আগে স্টক খালি করতে লোভনীয় ছাড় ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ইঞ্জিন ও ফিচারের দিক দিয়ে শক্তিশালী বাইক কাওয়াসাকি Z900। এতে রয়েছে ৯৪৮ সিসি ইঞ্জিন, যা ১২৪ হর্সপাওয়ার এবং ৯৮ এনএম পিক টর্ক তৈরি করতে পারে। উন্নত প্রযুক্তির ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সাসপেনশন ও ডিস্ক ব্রেক রয়েছে বাইকে। সর্বোচ্চ গতি ১৯৫ কিমি প্রতি ঘণ্টা।

ফিচারের ক্ষেত্রে পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ট্রিপমিটার, কল, SMS এলার্ট, মোবাইল ফোন কানেক্টিভিটি, LED লাইটিং, ট্র্যাকশন কন্ট্রোল, জিপিএস নেভিগেশন এবং USB চার্জিং পোর্ট। বাইকে রয়েছে চার রকম রাইডিং মোড - স্পোর্ট, রোড, রেন এবং রাইডার।

Show Full Article
Next Story