Bike Care Tips in Winter

শীতকাল চলে এসেছে, ঠান্ডায় বাইক খারাপ হওয়া আটকাতে মেনে চলুন ৫টি দেশি টোটকা

গরমকালের মতো শীতকালেও মোটরবাইকের প্রতি যত্নশীল থাকা উচিত। সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে ক্ষতি হতে পারে ব্যাটারি বা টায়ার। এক্ষেত্রে কয়েকটি টিপস মেনে চলতে পারেন।

Suvrodeep Chakraborty 28 Nov 2024 6:47 PM IST

ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পড়েছে জাঁকিয়ে শীত, আবার কিছু জায়গায় ঠান্ডা হিমেল হাওয়াতেই কাঁপছে শরীর। বাইক চালানোর সময় তা যেন আরও বেশি অনুভূত হয়। রাইডিংয়ের সময় শরীরকে গরম রাখার জন্য নানা বন্দোবস্ত করে থাকি আমরা। কিন্তু বাইকের প্রতি সেই যত্ন নেওয়া হয়? গরমকালের মতো শীতকালেও মোটরসাইকেলে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। নাহলে দোকানে সারাতে গিয়ে মোটা টাকা খরচ করতে হতে পারে।

শীতকালে বাইক যত্নে রাখার টিপস

ব্যাটারির স্বাস্থ্য

শীতকালে ব্যাটারি, ইঞ্জিন অয়েল ও অন্যান্য বৈদ্যতিক সরঞ্জামের উপর ব্যাপক চাপ পড়ে। তাই বাইক স্টার্ট করার আগে ভোল্টেজ ও গ্রিজ টার্মিনাল যাচাই করুন। ব্যাটারিতে চার্জ কম থাকলে ভালো করে চার্জ করুন। কোনও সমস্যা দেখা দিলে মেকানিকের সাহায্য নিন বা নতুন ব্যাটারি ইন্সটল করুন।

টায়ারে নজর

প্রতি ১০ ডিগ্রি তাপমাত্রা নামলে টায়ার প্রেসার কমে ২ পিএসআই। টায়ারকে হিটের থেকে বেশি ক্ষতি করে ঠান্ডা। তাই বাইকের টায়ারের অ্যালাইনমেন্ট, এয়ার প্রেশার নিয়মিত যাচাই করুন। নিশ্চিত করুন টায়ারে ভালো গ্রিপ পাওয়া যাচ্ছে কিনা।

ভালো মানের কুল্যান্ট ও অ্যান্টি-ফ্রিজ

বাইকে যদি স্ট্যান্ডার্ড কুলিং সিস্টেম থাকে, তাহলে ভালো মানের কুল্যান্ট ও অ্যান্টি-ফ্রিজ ব্যবহার করুন। এই দুই উপাদানের বদলে কখনই জল ব্যবহার করবেন না। পাশাপাশি অ্যান্টি-ফ্রিজের লেভেলও যাচাই করা দরকার।

চেইন লুব্রিকেন্ট

চেইন ও অন্যান্য হার্ডওয়্যার যেন ভালো মতো লুব্রিকেন্ট থাকে। কারণ শীতকালে রাস্তা থেকে ধুলো জমা হয়ে সেগুলি ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ইঞ্জিন অয়েল ও ফিল্টার

শীতকালে সকাল সকাল বাইক চালালে ইঞ্জিনের উপর ব্যাপক চাপ পড়ে। তাই ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করার চেষ্টা করুন। ভিতরে যে পার্টসগুলি রয়েছে তার উপর কোনও প্রভাব পড়বে না এবং বাইকটি সঠিকভাবে অপারেট করতে পারবেন। এর পাশাপাশি অয়েল ফিল্টার নিয়মিত যাচাই করে পরিষ্কার রাখা উচিত।

Show Full Article
Next Story