World Car Awards: ভারতে আসার আগেই বিশ্বসেরা গাড়ির পুরস্কার, নাম বলতে পারবেন?

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার পাশাপাশি বাজারে এর প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে। তাই একের পর এক সেরার শিরোপা অর্জন করছে ইভি...
SUMAN 29 March 2024 12:54 PM IST

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার পাশাপাশি বাজারে এর প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে। তাই একের পর এক সেরার শিরোপা অর্জন করছে ইভি মডেল। 2024 শুরু হতেই Hyundai Ioniq 5-এর ‘পারফরম্যান্স কার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জিতে নেওয়ার কীর্তির কথা সামনে এসেছিল। এবারে ফের আরও একটি বৈদ্যুতিক গাড়ি জিতে নিল ‘2024 ওয়ার্ল্ড কার অফ দ্য ইয়ার’ সম্মান। এটি হচ্ছে – Kia EV9। Volvo EX30 অল্পের জন্য এই অ্যাওয়ার্ড জিততে পারেনি। আবার Kia EV9 ওয়ার্ল্ড ইলেকট্রিক ভেহিকেল বিভাগেরও বিজেতা। এ পথে Kia EV9-এর সাথে টেক্কা চালিয়েছিল Volvo EX30 ও BMW i5। বস্তুত, চতুর্দিকে বিদ্যুচ্চালিত গাড়ির জয়জয়কার।

সেরা বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় Kia, Hyundai-এর জয়জয়কার

নতুন অ্যাওয়ার্ড অর্জনের প্রসঙ্গে কিয়া'র সভাপতি এবং সিও হো সুং সং বলেন, “Kia EV9 যে ওয়ার্ল্ড কার অফ দ্য ইয়ার এবং ওয়ার্ল্ড ইলেকট্রিক ভেহিকেলের তকমা জিতে নিয়েছে সেজন্য আমরা অত্যন্ত সম্মানিত। সেরা প্রযুক্তি এবং অসাধারণ ডিজাইনের প্রতি আমাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার এটি একটি সাক্ষ্য। Kia EV9-এর এই সাফল্য আমাদের এমন ব্যতিক্রমী যানবাহন সরবরাহ করতে উদ্দীপ্ত করবে, যা সারা বিশ্বের গ্রাহকদের জন্য ড্রাইভিংয়ের অভিজ্ঞতার সংজ্ঞা বদলে দেবে।”

ভলভো-র ছোট ইলেকট্রিক গাড়িটিও খালি হাতে বাড়ি ফেরেনি। জিতে নিয়েছে ‘ওয়ার্ল্ড আরবান কার’ অ্যাওয়ার্ড। এক্ষেত্রে Volvo EX30-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা চালিয়েছিল Lexus LBX ও BYD Dolphin। আবার পারফরম্যান্স কার ক্যাটেগরি'তে BMW M2 ও BMW XM-কে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছে Hyundai Ioniq 5। উল্লেখ্য এ বছর Hyundai ও তাদের সিস্টার ফার্ম Kia একসাথে তিনটি বিভাগে সেরা মডেলের তকমা জিতে নিয়েছে। যথা – কার অফ দ্য ইয়ার, ইলেকট্রিক ভেহিকেল ও পারফরম্যান্স কার।

প্রসঙ্গত, 2022 ও 2023-এ Ioniq 5 গাড়িটি কার অফ দ্য ইয়ার খেতাব জিতেছিল। গত বছর পারফরম্যান্স কার অফ দ্য ইয়ার হয়েছিল Kia EV6 GT। অন্যদিকে লাক্সারি কার সেগমেন্টে বিজেতা হচ্ছে – BMW 5 Series/i5। এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় শামিল হয়েছিল – Mercedes-Benz E-Class ও Mercedes EQE SUV।

Show Full Article
Next Story