Kia EV9: দিঘা ঘুরে বাড়ি ফিরতে পারবেন এক চার্জেই! দুর্দান্ত বৈদ্যুতিক গাড়ি আসছে দেশে

বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার ক্রমশ বাড়ছে ভারতে। এই ধরনের গাড়ি বেশি করে লঞ্চের টার্গেট নিয়ে এগোচ্ছে নির্মাতারা। এবার ভারতে তাদের দ্বিতীয় ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করতে চলেছে…

Kia Ev9 Electric Suv To Launch In India On October 3

বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার ক্রমশ বাড়ছে ভারতে। এই ধরনের গাড়ি বেশি করে লঞ্চের টার্গেট নিয়ে এগোচ্ছে নির্মাতারা। এবার ভারতে তাদের দ্বিতীয় ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করতে চলেছে কিয়া। ২০২২ সালের মে মাসে ইভি৬ মডেলটি এনেছিল তারা। আর আগামী ৩রা অক্টোবর সংস্থা ইভি৯ লঞ্চ করবে বলে খবর পাওয়া গিয়েছে। এটি একটি সেভেন সিটার ইলেকট্রিক এসইউভি। ইতিমধ্যেই বিভিন্ন দেশে উপলব্ধ এই গাড়ি ভারতে কিয়ার ফ্ল্যাগশিপ মডেল হতে চলেছে।

Kia EV9 স্পেসিফিকেশন

প্রথমেই আসি রেঞ্জের কথায়। কিয়া ইভি৯ ফুল চার্জে ৫৪১ কিলোমিটার ছুটতে পারবে বলে দাবি সংস্থার। এটি সার্টিফায়েড রেঞ্জ অর্থাৎ বাস্তবিক পরিস্থিতিতে রেঞ্জ কমবেশি হবে। সঙ্গে মিলবে আল্ট্রা ফাস্ট ৮০০ ভোল্ট চার্জিং। স্রেফ ১৫ মিনিটের চার্জে ২৩৯ কিমি পথ চলতে পারবে এটি। হাইওয়ে ড্রাইভিং পাইলট সিস্টেম কন্ডিশনাল লেভেল থ্রি অটোনমাস ড্রাইভিং প্রযুক্তির মতো হাই-এন্ড টেকনোলজি অফার করছে কিয়া।

কিয়া ইভি৯ বিদেশে পুরো তৈরি করে আমদানি করে ভারতে বিক্রি হবে। ইতিমধ্যেই একাদিক পুরস্কার জিতে নিয়েছে এই গাড়ি। চলতি বছরেই পেয়েছে ‘ওয়ার্ল্ড কার অফ দ্য ইয়ার’ সম্মান। পারফরম্যান্সের কথা বললে, স্ট্যান্ডার্ড আরডব্লিউডি মডেলটি ৭৬.১ কিলোওয়াট ব্যাটারি অফার করবে। অন্যদিকে, আরডব্লিউডি লং রেঞ্জ এবং এডব্লিউডি ভ্যারিয়েন্টে ৯৯.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থাকবে।

আরডব্লিউডি লং রেঞ্জ ভার্সনে ১৫০ কিলোওয়াট/৩৫০ এনএম ক্ষমতার ইলেকট্রিক মোটর মিলবে, যা ৯.৪ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার স্পিড তুলতে পারবে। স্ট্যান্ডার্ড মডেলটিতে থাকছে ১৬০ কিলোওয়াট/৩৫০ এনএম মোটর। অন্যদিকে, সবথেকে শক্তিশালী এডব্লিউডি মডেলে ডুয়াল মোটর রয়েছে, যা ২৮৩ কিলোওয়াট শক্তি ও ৬০০ এনএম টর্ক উৎপাদন করে। এটি ৬ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার স্পিড তুলতে পারে।