এক মাসেই বুকিং 30,000 টপকাল, নতুন এই গাড়ি কিনতে শোরুমে ভিড় জমছে ভারতীয়দের

বিগত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী এদেশের বাজার যে ধীরে ধীরে এসইউভির প্রতি ঝুঁকছে আবারও তার প্রমাণ মিলল। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি নির্মাতা Kia ভারতে…

বিগত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী এদেশের বাজার যে ধীরে ধীরে এসইউভির প্রতি ঝুঁকছে আবারও তার প্রমাণ মিলল। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি নির্মাতা Kia ভারতে Seltos facelift নিয়ে এসেছে। গত ১৪ জুলাই থেকে এই গাড়িটির অগ্রিম বুকিং চালু করেছে তারা। মাত্র এক মাস সময়ের মধ্যেই Seltos এর ঝুলিতে জমা পড়া প্রি-বুকিংয়ের সংখ্যা ৩১,৭১৬। অল্প সময়ের মধ্যে ৩০ হাজারের বেশি বুকিং জমা পড়ায় স্বাভাবিকভাবেই যথেষ্ট উচ্ছ্বাসিত তারা।

নতুন Kia Seltos এর প্রি-বুকিং এক মাসেই 30,000 টপকাল

প্রসঙ্গত, ২০১৯-এ ভারতে আত্মপ্রকাশ করেছিল এই গাড়ি। সংস্থার দাবি অনুযায়ী এই কয়েক বছরে ভারত ৫ লাখের বেশি Seltos বিক্রি করেছে তারা। ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হবার ফলে এই গ্রাহকের সংখ্যা যে গুণিতকের হারে বাড়তে থাকবে তা নিঃসন্দেহে বলা যায়। নতুন সেলটোসের এক্স শোরুম মূল্য ১০.৮৯ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৯.৯৯ লাখ টাকা পর্যন্ত গিয়েছে।

কিয়ার তরফে জানানো হয়েছে যে এই বিপুল সংখ্যক বুকিং এর মধ্যে প্রায় ৫৫ শতাংশ গ্রাহক প্রিমিয়াম ভ্যারিয়েন্ট (HTX থেকে) পছন্দ করেছেন। এমনকি গাড়িটির নতুন সংস্করণে নয়া কালার স্কিম হিসাবে পিউটার অলিভ( Pewter Olive) নামে যে নতুন রং চালু হয়েছে, তা কেনার জন্য ১৯ শতাংশ গ্রাহক আগাম নাম নথিভুক্ত করেছেন।

2023 Kia Seltos: ইঞ্জিন স্পেসিফিকেশন

Kia Seltos ফেসলিফ্টে ১.৪ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন পরিবর্তে ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যার ক্ষমতা ১৫৮ বিএইচপি এবং ২৫৩ এনএম। সঙ্গে রয়েছে সিক্স স্পিড ম্যানুয়াল এবং সেভেন স্পিড ডিসিটি ট্রান্সমিশন সিস্টেম অপশন।

যদিও এতদিন পর্যন্ত ব্যবহার হয়ে আসা ১.৫ লিটারের ডিজেল এবং ১.৫ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন আগের মতোই দেখতে পাওয়া যাবে। এই দুটি ইঞ্জিনের ক্ষেত্রেই সর্বোচ্চ ১১৫ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। ডিজেল ইঞ্জিনটি সর্বাধিক ২৫০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। যেখানে টার্বো পেট্রোল ইঞ্জিন থেকে সর্বাধিক ২৪৪ এনএম টর্ক পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই ছয় ধাপযুক্ত ম্যানুয়াল ট্রান্সমিশন এর পাশাপাশি টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন উপলব্ধ।

2023 Kia Seltos: ফিচার্স

কিয়া সেলটস ফেসলিফ্টের সবচেয়ে বড় পরিবর্তন হলো অ্যাডভান্সড ড্রাইভার এইডস সিস্টেম বা অ্যাডাস (ADAS)। এই কম্প্যাক্ট এসইউভিতে মোট ১৭টি অ্যাডাস ফিচার দেখতে পাওয়া যায়। যার মধ্যে অন্যতম হলো ফ্রন্ট কলিশন ওয়ার্নিং, ড্রাইভার অ্যাটেনশন ওয়ার্নিং, স্মার্ট ক্রুজ কন্ট্রোল উইথ স্টপ এন্ড গো, ব্লাইন্ড স্পট কলিশন ওয়ার্নিং, রিয়ার ক্রস ট্রাফিক কলিশন ওয়ার্নিং, লেন ডিপারচার ওয়ার্নিং, সেফ এক্সিট ওয়ার্নিং এবং হাই বিম অ্যাসিস্ট ইত্যাদি।

এর পাশাপাশি গাড়িটির বাইরের দিকে এবং কেবিনের মধ্যেও রয়েছে নানান পরিবর্তন। নতুন এলইডি ডিআরএল, হেডল্যাম্প এবং টেল ল্যাম্পের পাশাপাশি পিছনের দিকে লাইট বার দেখতে পাওয়া যাবে। গাড়িটিতে উজ্জ্বল কালো রঙের ১৮ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। কেবিন নতুন ডিজাইনের ড্যাশবোর্ড সহ সেন্ট্রাল কনসোল লেআউট দিয়ে আপডেট করা হয়েছে। আসলে নতুন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম এবং নতুন ধরনের ড্রাইভার এর ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বলেই ড্যাশবোর্ডের অংশে এই পরিবর্তন দেখতে পাওয়া যায়।

নতুন রূপে লঞ্চ করা Seltos প্রসঙ্গে কিয়া ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও টাই জিন পার্ক বলেন, “নতুন Seltos মোট ১৭টি অ্যাডাস ফিচার এবং শক্তিশালী ইঞ্জিন সহযোগে তার নিজের সেগমেন্টে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। পারফরম্যান্স নতুন গ্রাহকদের পাশাপাশি পুরনো গ্রাহকদের বিশ্বাস অর্জন করবে স্বল্প দিনের মধ্যেই। আগামী দিনে আমাদের সাফল্যকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে গাড়িটি।”

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন