Kia Sales: কিয়া-র গাড়ির চাহিদা বাড়ছে হু হু করে, সেপ্টেম্বরে বিক্রি আগের সব রেকর্ড ভেঙে দিল
ভারতে ব্যবসা শুরু করার পর এখনও পর্যন্ত গত মাসে সর্বাধিক বিক্রির সাক্ষী থাকল কিয়া (Kia)। সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ান...ভারতে ব্যবসা শুরু করার পর এখনও পর্যন্ত গত মাসে সর্বাধিক বিক্রির সাক্ষী থাকল কিয়া (Kia)। সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি ২৫,৮৫৭ ইউনিট যাত্রীগাড়ি বেচেছে। পূর্বে এক মাসে আগে কখনও এত সংখ্যায় গাড়ি বিক্রি হয়নি তাদের। বলতে গেলে চলতি বছরের নয় মাসে কিয়ার বিক্রিবাটা গোটা ২০২১ সালের পরিসংখ্যানকেও ছাপিয়ে গিয়েছে। গত বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এবার বিক্রি বেড়েছে ৫২ শতাংশ।
বর্তমানে কিয়া ভারতে পাঁচটি গাড়ি বিক্রি করে - Carens, Seltos, Sonet, EV6, এবং Carnival। সংস্থার সবচেয়ে পুরনো গাড়ি হওয়া সত্বেও সেপ্টেম্বরে Seltos এর ১১,০০০ ইউনিট বিক্রি হয়েছে। অর্থাৎ মিড-সাইজ এসইউভিটির চাহিদা কতখানি, তা স্পষ্টত বোঝা যাচ্ছে। তারপরে রয়েছে Sonet। এই গাড়ির হাত ধরে গত মাসে কিয়া পরিবারে যুক্ত হয়েছে ৯,২৯১ জন গ্রাহক। ২০২১-এর একই সময়ের চেয়ে বিক্রি প্রায় ১১০ শতাংশ বেশি।
মাল্টি পারপাস ভেহিকেল (এমপিভি) বা এক কথায় বড় গাড়ি হওয়া সত্বেও ৫,২৩৩৩ ইউনিট Cares বিক্রি করতে পেরেছে কিয়া। এরপর ভারতীয় বাজারে সংস্থার সবচেয়ে দামি গাড়ি Carnival। গত মাসে যা বিক্রি হয়েছে ৩৩৩টি। উল্লেখ্য, আগস্টে এ দেশে তিন বছরে পা দিয়েছে কিয়া। তাদের লেটেস্ট লঞ্চ হল Sonet X-Line। যা Sonet এসইউভির নতুন টপ এন্ড ভ্যারিয়েন্ট। গাড়িটি পেট্রল ও ডিজেল ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ১৩.৩৯ লক্ষ টাকা ও ১৩.৯৯ লক্ষ টাকা।
এদিকে সেপ্টেম্বরে ১.৫ লক্ষের উপরে ইউটিলিটি ভেহিকেল বা ইউভি (UV) গাড়ি এক্সপোর্টের মাইলফলক স্পর্শ করেছে তারা। সংস্থা সূত্রে জানানো হয়েছে, ২০১৯ সালে এ দেশে ব্যবসা শুরুর পর থেকে ভারতে নির্মিত Seltos, Sonet ও Carens বিশ্বের ৯৫টি দেশে বিক্রির জন্য পাঠিয়েছে তারা।