ইলেকট্রিক গাড়ি চার্জ হবে ঝড়ের গতিতে, Kia ভারতের দ্রুততম EV চার্জার বসাল
কিয়া (Kia) ভারতে পা রাখার পর থেকেই গাড়ি সম্পর্কে জনগণের ধারণার আমূল পরিবর্তন ঘটে গেছে। আধুনিক ডিজাইনের গাড়ি থেকে শুরু...কিয়া (Kia) ভারতে পা রাখার পর থেকেই গাড়ি সম্পর্কে জনগণের ধারণার আমূল পরিবর্তন ঘটে গেছে। আধুনিক ডিজাইনের গাড়ি থেকে শুরু করে উন্নত প্রযুক্তির মতো বিষয় আমরা ভারতবাসীরা প্রত্যক্ষ করেছি এই সংস্থার সুবাদে। কয়েক সপ্তাহ আগে প্রিমিয়াম EV6 বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থা।
কিন্তু এই ধরনের গাড়ি কিনতে উৎসাহ দিতে প্রয়োজন পর্যাপ্ত চার্জিং স্টেশন। দেশের চার্জিং পরিকাঠামো বিস্তারে প্রথম পদক্ষেপ হিসাবে তাদের এক শোরুমে ফাস্ট চার্জিং পয়েন্ট বসাল কিয়া৷ সংস্থার দাবি, এটাই ভারতের সবচেয়ে দ্রুততম বিদ্যুৎচালিত গাড়ির চার্জার। গুরুগ্রামের Dhingra Kia শোরুমে ১৫০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন ডিসি ফাস্ট চার্জার স্থাপন করা হয়েছে। প্যাসেঞ্জার গাড়ির জন্য এই ধরনের চার্জার দেশে এই প্রথম।
সংস্থার দাবি, এটি যা ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ৪২ মিনিটের কম সময়ে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করে দেবে। তবে বিভিন্ন মডেল অনুযায়ী সময় কম-বেশি লাগতে পারে। ব্যাটারি পরিচালিত গাড়ি ব্যবহারকারীরা মাসুল নিয়ে এখানে পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে। কিয়া ইন্ডিয়ার চিফ সেলস অফিসার মায়ুং সিক সন বলেন, 'আমরা বৈদ্যুতিক গাড়ির জন্য ১৫০ কিলোওয়াট আওয়ার ডিসি ফাস্ট চার্জারের উদ্বোধন করার জন্য যথেষ্ট আনন্দিত।'
তাঁর কথায়, ভারতের ইভি ইন্ডাস্ট্রিকে উন্নত করার লক্ষ্যে আমারা এভাবেই দায়িত্ব পালন করব। অগাস্টের মধ্যে দেশের ১২টি শহরে এইরূপ ১৫টি চার্জার ইন্সটলের পরিকল্পনা নেওয়া হয়েছে।" প্রসঙ্গত, Kia EV6-এর দাম ধরাছোঁয়ার বাইরে হলেও আগামী দিনে আমজনতার কথা মাথায় রেখে দেশে বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে কিয়া। ২০২৫-এর মধ্যে ভারতের মাটিতে সেই গাড়ি তৈরির বার্তা দিয়েছে সংস্থাটি। আবার ২০২৭-এর মধ্যে বিশ্বজুড়ে লঞ্চ করার জন্য ১৪টি ব্যাটারিচালিত গাড়ির উপরে কাজ করছে তারা