Car Discount: পুরনো স্টক খালি করতে বিপুল ছাড় দিচ্ছে গাড়ি সংস্থা, কত টাকা বাঁচবে দেখুন

ভারতে মাঝারি আকারের এসইউভি (SUV)-র বাজারে Kia Seltos একটি অতি চাহিদাপূর্ণ গাড়ি। ২০১৯-এ এদেশে প্রথমবার হাজির হয়েছিল...
SUMAN 23 Jun 2023 8:36 PM IST

ভারতে মাঝারি আকারের এসইউভি (SUV)-র বাজারে Kia Seltos একটি অতি চাহিদাপূর্ণ গাড়ি। ২০১৯-এ এদেশে প্রথমবার হাজির হয়েছিল এটি। বাজারে অসংখ্য প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও বিক্রির সংখ্যা দিনদিন বেড়েছে বৈ কমেনি। এবারে Seltos ফেসলিফ্ট ভার্সনে আনতে চলেছে কিয়া। কিন্তু তার আগে গাড়িটিতে আকর্ষণীয় অফারের কথা জানা গেল।

Kia Seltos-এ ৭৫,০০০ টাকা পর্যন্ত অফার দেওয়া হচ্ছে

এখানে জানিয়ে রাখি, Kia Seltos-এর অফারটি বেশিরভাগ ক্ষেত্রে ডিলারশিপ পর্যায়ে সীমাবদ্ধ। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে একাধিক ডিলারশিপ এতে ৭৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে। আবার বেশ কিছু ডিলারশিপ গাড়িটিতে ফ্লোর ম্যাট এবং ক্রোম এলিমেন্ট কোনরকম অতিরিক্ত মূল্য ছাড়াই অফার করছে। তাই এটি কেনার আগে নিকটবর্তী শোরুমে অফার সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

সম্ভবত, Seltos-এর Facelift ভার্সন লঞ্চের আগে পুরোনো স্টক খালি করতে এই লোভনীয় অফার দিচ্ছে ডিলারশিপগুলি। Seltos-এর বর্তমান বাজার মূল্য ১০.৯০ লক্ষ টাকা থেকে শুরু করে এর টপ-এন্ড ভ্যারিয়েন্ট Seltos X-Line Diesel AT-এর দাম ১৯.৭০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। তাই ফেসলিফ্ট ভার্সনের দর সামান্য বৃদ্ধি পেতে পারে বলেই অনুমান।

2023 Kia Seltos-এ নতুন কী থাকছে

Seltos-এর আপডেটেড মডেলটি ৪ জুলাই ভারতের বাজারে লঞ্চ করবে। যাতে থাকছে নতুন ফ্রন্ট গ্রিল, রি-ডিজাইনের এলইডি ডিআরএল এবং নতুন টেললাইট। গাড়িটি একটি নতুন ডিজাইনের অ্যালয় হুইল সমেত আসবে বলে আশা করা হচ্ছে। কেবিনে ফিচার হিসেবে থাকছে ১০.২৫ ইঞ্চি ইনফোনটেনমেন্ট স্ক্রিন, ADAS (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম)।

অ্যাডাস-এর মতো সুরক্ষা জনিত বৈশিষ্ট্যের আওতায় ব্লাইন্ডস্পট মনিটরিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ইমারজেন্সি ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট সমেত আরও অন্যান্য ফিচারের দেখা মিলবে। নয়া ভার্সনে আগের মতই একটি ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিনের দেখা মিলবে। এছাড়া ১.৪ লিটারের পরিবর্তে ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে।

Show Full Article
Next Story