Kia Sonet CNG: কিয়ার হাত ধরে দেশে আসছে প্রথম সিএনজি পরিচালিত সাব-কম্প্যাক্ট এসইউভি
Seltos ও Sonet মিড-এসইউভির আপডেটেড মডেল ভারতে ক'দিন আগেই লঞ্চ করেছে কিয়া। দু'টি গাড়িতেই একগুচ্ছ নতুন সেফটি ফিচার দিয়েছে...Seltos ও Sonet মিড-এসইউভির আপডেটেড মডেল ভারতে ক'দিন আগেই লঞ্চ করেছে কিয়া। দু'টি গাড়িতেই একগুচ্ছ নতুন সেফটি ফিচার দিয়েছে তারা। যা নতুন সেল্টোস এবং সনেটের বিক্রি বাড়াবে বলে আশাবাদী সংস্থাটি। আবার কিয়ার ভারতীয় শাখা এখন সনেটের সিএনজি ভার্সন নিয়ে পরীক্ষানিরীক্ষা চালু করেছে। পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির বাজারে বিকল্প জ্বালানির গাড়ির চাহিদা বৃদ্ধিকে হাতিয়ার করে খুব শীঘ্রই এদেশে Kia Sonet CNG লঞ্চ হবে বলে আশা করা যায়।
Kia Sonet CNG - ভারতে কিয়ার প্রথম সিএনজি গাড়ি
সম্প্রতি কিয়া সনেটের আপকামিং সিএনজি সংস্করণ দেশের সড়কপথে টেস্টিংয়ের সময় এই প্রথম স্পট করা হয়েছে। প্রথম দর্শনে সাধারণ সনেট বলেই মনে হবে। কিন্তু একটু খুঁটিয়ে দেখলে পিছনে সিএনজি স্টিকার চোখে পড়বে। এসইউভিটির গায়ে জিটি লাইন ব্যাজও লাগানো। অর্থাৎ এতে সিএনজি চেম্বারের সঙ্গে ১.০ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন থাকবে।
উল্লেখ্য, রেগুলার সনেটে থাকা ওই ইঞ্জিনের আউটপুট ১১৮ হর্সপাওয়ার এবং ১৭২ নিউটন মিটার। অনুমান, বাই-ফুয়েল সিএনজি ভার্সন কম ক্ষমতা এবং টর্ক উৎপন্ন করবে। এছাড়াও, এটি শুধু সিক্স-স্পিড গিয়ারবক্স অপশনে আসতে পারে।
বর্তমানে ভারতের বাজারে সিএনজি পরিচালিত কোনও সাব-কম্প্যাক্ট এসইউভি নেই। কিয়া এই সেগমেন্টে প্রবেশ করলে একে একে টাটা মোটরস এবং মারুতি সুজুকির মতো সংস্থাও যে বাজার ধরতে ঝাঁপাবে, তা নিঃসন্দেহে বলা যায়।