টাটা-মারুতিদের টেক্কা দিতে হাজির দুর্দান্ত কোরিয়ান গাড়ি, তুখোড় ফিচার্সে কাঁপাবে বাজারে
বাজারে নতুন কম্প্যাক্ট SUV হাজির করল কিয়া। আত্মপ্রকাশ হল Kia Syros গাড়ির। জানুয়ারি থেকে বুকিং শুরু করবে কোম্পানি।
চলে এল নতুন গাড়ি Kia Syros। দক্ষিণ কোরিয়ার সংস্থার কিয়ার আরও একটি কম্প্যাক্ট SUV। এই গাড়ি চ্যালেঞ্জ জানাবে Tata Nexon, Maruti Brezza, এবং Hyundai Venue এর মতো গাড়িকে। ৩ জানুয়ারি থেকে শুরু হবে নয়া মডেলটির বুকিং। একটি গ্রীক দ্বীপের নামে নামকরণ করা হয়েছে গাড়ির। এই কমপ্যাক্ট SUV সম্পর্কে খুঁটিনাটি তথ্য রইল প্রতিবেদনে।
কিয়া সিরোস এর ডিজাইন সম্ভবত 'টল বয়' স্টাইলিং-সহ প্রথম কমপ্যাক্ট SUV। গাড়ির সামনের দিকে রয়েছে উল্লম্ব LED DRL-সহ উল্লম্ব হেডল্যাম্প। টপ-স্পেক মডেলের পাওয়া যাবে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। গাড়ির পিছন দিকে পায় উইন্ডশীল্ডের পাশে L আকৃতির স্টারল্যাম্প, LED টেল ল্যাম্প এবং আপনি একটি ফিন অ্যান্টেনা রয়েছে।
Kia Syros এর ফিচার্স
কিয়া সিরোস গাড়িতে সম্পূর্ণ নতুন ড্যাশবোর্ড এবং একটি টু-স্পোক স্টিয়ারিং যোগ করা হয়েছে। একই বৈশিষ্ট্য রয়েছে Kia EV6 গাড়িতেও। ৬৪টি রংয়ের পরিবেষ্টিত আলো গাড়ির ডিজাইন আরও নান্দনিক করে তুলেছে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের জন্য দুটি স্ক্রিন এবং স্ক্রিনের নীচে ফিজিক্যাল সুইচ-সহ ইনফোটেইনমেন্ট স্ক্রিন অবস্থিত।
এছাড়া পাওয়া যাবে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সংযোগের সাথে একটি ওয়্যারলেস চার্জার। গাড়িতে রয়েছে ৩৬০ ডিগ্রি ভিউ বিশিষ্ট ক্যামেরা, ভেন্টিলেটেড সিট, ৮ স্পিকার হারমান কার্ডন অডিও সিস্টেম এবং ১৬টি অটোনমাস ফাংশন-সহ লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। পিছনের সিটগুলিতে যাত্রীর আরামের জন্য স্লাইড এবং হেলান দেওয়ার সুবিধাও রয়েছে।
সিরোসে পাওয়া যাবে দুই রকম ইঞ্জিন - ১ লিটার টার্বো-পেট্রোল এবং VGT-সহ ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। টার্বো পেট্রোলে ৭ স্পিড DCT ও ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। আগে এই ইঞ্জিনে কেবল কিয়া-এর iMT বা একটি DCT ট্রান্সমিশন পাওয়া যেত। পেট্রোল ইঞ্জিনটি সর্বোচ্চ ১১৮ হর্সপাওয়ার এবং ১৭২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। অন্যদিকে, ডিজেল ইঞ্জিনটি ৬ স্পিড ম্যানুয়াল ও ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাওয়া যাবে। এই ইঞ্জিন সর্বোচ্চ ১১৪ হর্সপাওয়ার এবং ২৫০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।
বাজারে নতুন কম্প্যাক্ট SUV হাজির করল কিয়া। আত্মপ্রকাশ হল Kia Syros গাড়ির। জানুয়ারি থেকে বুকিং শুরু করবে কোম্পানি।