প্রচুর বুট স্পেস, চলে আসবে গোটা ফ্যামিলি, ইলেকট্রিক স্কুটারের মার্কেট কাঁপাবে এই স্কুটি

ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি Kinetic Green একটি নতুন ফ্যামিলি স্কুটারের উপর কাজ করছে বলে ঘোষণা করেছে। এই নতুন মডেলটি আগামী দেড় বছরের মধ্যে লঞ্চ হবে…

kinetic green new family electric scooter launch in 2026

ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি Kinetic Green একটি নতুন ফ্যামিলি স্কুটারের উপর কাজ করছে বলে ঘোষণা করেছে। এই নতুন মডেলটি আগামী দেড় বছরের মধ্যে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। দু’চাকার এই বৈদ্যুতিক যান প্র্যাকটিক্যাল ফিচার্সের সঙ্গে আসবে ও দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে উপযোগী হবে। উল্লেখ্য, Kinetic এই বছর ফেব্রুয়ারি মাসে Luna মোপেডের ইলেকট্রিক ভার্সন লঞ্চ করেছে।

কাইনেটিক গ্রীনের আপকামিং স্কুটারটির নাম প্রকাশ হয়নি। তবে এটি প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে বলে ইঙ্গিত দিয়েছে কোম্পানির আধিকারিকরা। এতে বড় আন্ডারসিট স্টোরেজ এবং একাধিক ব্যাটারি অপশন থাকবে। সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও সুলজ্জা ফিরোদা একটি মিডিয়া ইভেন্টে তাদের ব্যবসায়িক পরিকল্পনা প্রকাশ করেছেন।

আরও পড়ুন : রিচার্জের জন্য Phonepe, Gpay কে চার্জে কেন দেবেন? বিনামূল্যে রিচার্জ করুন BHIM অ্যাপ থেকে

ফ্যামিলি ইলেকট্রিক স্কুটারটির জন্য 1.8 কিলোওয়াট আওয়ার থেকে 3 কিলোওয়াট আওয়ার পর্যন্ত ব্যাটারি অপশন রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। এক্ষেত্রে Ola Electric ও TVS Motor Company-র পথ অনুসরণ করতে চলেছে তারা। বর্তমানে কাইনেটিক গ্রীনের হাই স্পিড টু-হুইলার পোর্টফোলিওতে দু’টি মডেল রয়েছে – ই-লুনা ও ফ্লেক্স ইলেকট্রিক স্কুটি। এছাড়া, কোম্পানি খুব শীঘ্রই Zulu ই-স্কুটারটি নতুন নামে রি-লঞ্চ করবে।

আরও পড়ুন : Acer Iconia X12: বিশাল স্ক্রিনের স্লিম ট্যাব লঞ্চ করল এসার, পাবেন AMOLED ডিসপ্লে, 10,000mah ব্যাটারি

মহারাষ্ট্রের সুপাতে কাইনেটিক একটি প্রোডাকশন প্ল্যান নির্মাণ করছে, যা 42 একর জমির উপর অবস্থিত। এখানে বার্ষিক 10 লক্ষ টু-হুইলার উৎপাদনের সক্ষমতা থাকবে। কারখানায় 40 শতাংশ মহিলাকর্মী নেওয়া হবে। সংস্থা সিরিজ এ ফান্ডিংয়ে এখনও পর্যন্ত 25 মিলিয়ন ডলার লগ্ন সংগ্রহ করতে পেরেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন