দেশের রাস্তায় দৌড়বে 1 লক্ষ Luna, মাত্র 500 টাকায় বুক করে আপনিও কিনতে পারবেন
রাজপাট মেটার কয়েক দশক পর চলতি সপ্তাহেই বৈদ্যুতিক অবতারে ভারতে কামবব্যাক করেছে Kinetic E-Luna। পরিবেশবান্ধব উপায়ে...রাজপাট মেটার কয়েক দশক পর চলতি সপ্তাহেই বৈদ্যুতিক অবতারে ভারতে কামবব্যাক করেছে Kinetic E-Luna। পরিবেশবান্ধব উপায়ে লম্বা পথ সফরের উদ্দেশ্য এদেশে দ্বিতীয় ইনিংস শুরু করেছে মডেলটি। ই-লুনা'কে নিয়ে তাই নতুন পরিকল্পনার কথা জানালো নির্মাতা সংস্থা কাইনেটিক গ্রীন (Kinetic Green)। ২০২৫-এর এপ্রিলের মধ্যে এক লাখ মডেল বিক্রি করতে চাইছে তারা। এমনকি ব্যবসা থেকে ১,২০০ কোটি টার্নওভারের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
E-Luna-র এক লাখ মডেল বিক্রি করবে Kinetic
গত বুধবার ৬৯,৯৯০ টাকা ইন্ট্রোডাক্টরি প্রাইসে লঞ্চ হয়েছে E-Luna। যা ফুল চার্জে ১০০ কিলোমিটারের বেশি ছুটবে। মডেলটির জনপ্রিয়তার কাজে ভর করে ব্যবসার পুঁজি বাড়িয়ে নিতে অতি তৎপর কাইনেটিক। পরবর্তী আর্থিকবর্ষের মধ্যে লুনা বেচে ৮০০ কোটি টাকা আয়ের পরিকল্পনা করছে সংস্থা। যেখানে বর্তমানে তাদের টার্নওভারের পরিমাণ ৩৫০ কোটি।
বর্তমানে মাত্র ৫০০ টাকার বিনিময়ে Kinetic E-Luna বুক করা যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই ডেলিভারি শুরু করে দেবে বলে জানিয়েছে কোম্পানি। যদিও লঞ্চের আগে থেকেই ই-কমার্স ওয়েবসাইট Amazon ও Flipkart-এ তালিকাভুক্ত হয়েছিল এটি। তাই অনলাইনেও কেনা যাচ্ছে এই মোপেড। এর সাথে বেশ কিছু অ্যাক্সেসরিজ অফার করছে কোম্পানি।
নতুন ইলেকট্রিক লুনা নিয়ে কাইনেটিক গ্রীনের প্রতিষ্ঠাতা এবং সিইও সুলজ্জা ফিরোদিয়া মোতওয়ানি বলেন, “পরবর্তী আর্থিক বছরের মধ্যে আমরা E-Luna-র এক লাখ মডেল বিক্রি করার পরিকল্পনা করছি। কারণ লক্ষ্য পরের বছরের মধ্যে টার্নওভারের অঙ্ক ১,২০০ কোটিতে পৌঁছানোর।”