GRSE: জার্মানি থেকে এল 451 কোটি টাকার অর্ডার, জাহাজ তৈরি করবে কলকাতার সংস্থা
বিদেশ থেকে বড় অর্ডার হাতে পেল কলকাতা ভিত্তিক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা গার্ডেনরিচ বিল্ডার্স অ্যান্ড...বিদেশ থেকে বড় অর্ডার হাতে পেল কলকাতা ভিত্তিক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা গার্ডেনরিচ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসই (GRSE)-এর। সব ধরনের জাহাজ তৈরির দক্ষতার জন্য সমগ্র বিশ্বে সুপরিচিতি রয়েছে তাদের। এবারে তারা জলপথে পণ্য পরিবহণের উপযোগী চারটি সুবিশাল ভেসেল তৈরি করতে চলেছে। জার্মানের একটি শিপিং কোম্পানি জন্য সেগুলি নির্মাণ করা হবে। এজন্য উভয় সংস্থা গাঁটছড়া বন্ধনে আবদ্ধ হয়েছে।
কলকাতার GRSE পেল ৫৪ মিলিয়ন ডলারের অর্ডার
জানা গেছে, জার্মানির শিপিং কোম্পানির সাথে মাল্টিপারপাস শিপ তৈরির জন্য গার্ডেনরিচ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ৫.৪ কোটি ডলার বা প্রায় ৪৫১ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত করেছে। জাহাজগুলির পণ্য পরিবহণের ক্ষমতা হবে ৭,৫০০ মেট্রিক টন। পাবলিক সেক্টর কোম্পানিটি শেয়ার বাজারকে এ কথা জানিয়েছে।
Carsten Rehder Schiffsmakler and Reederei GmbH & Co নামক জার্মান কোম্পানির জন্য আগামী ৩৩ মাসের মধ্যে জাহাজ তৈরি করে ডেলিভারি দেবে গার্ডেনরিচের সংস্থা। চুক্তিপত্রে আরও চারটি জাহাজ বানানোর কথা (অপশনাল) উল্লেখ রয়েছে বলে জিআরএসই এক বিবৃতিতে জানিয়েছে।
জাহাজগুলি লম্বায় হবে ১২০ মিটার ও চওড়ায় ১৭ মিটার। উল্লেখ্য, যুদ্ধজাহাজ তৈরিতেও জিআরএসই সিদ্ধহস্ত। ২০১৪ সালে তারা মরিশাসের জন্য একটি অফশোর প্যাট্রোল ভেসেল তৈরি করেছিল। এটি ছিল ভারত থেকে রপ্তানিকৃত প্রথম যুদ্ধজাহাজ। ২০২১ সালে সংস্থা দ্রুত গতির প্যাট্রোল ভেসেল নির্মাণ করে সেটি সেশেলসে ডেলিভারি দিয়েছিল। বর্তমানে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি বাংলাদেশের জন্য ছয়টি প্যাট্রোল বোট এবং একটি ট্রেনিং শাকশন হপার ড্রেজার তৈরি করছে।