KTM ভারতে তাদের অ্যাডভেঞ্চার মোটরসাইকেল রেঞ্জে একটি আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। 390 Adventure ও 250 Adventure মডেল দু’টির মধ্যে যে কোনও একটি কিনলে Givi V32 বোল্ড টপ বক্স সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন ক্রেতারা। ফলে ক্যাম্পিং ইক্যুইপমেন্ট, স্পোর্টস গিয়ার, স্লিপিং ব্যাগ নেওয়া আরও সহজ হয়েছে।
কেটিএম দাবি করেছে, টপ বক্সটি বাইরে থেকে আলাদা কিনতে গেলে ১৩,০০০ টাকা খরচ হবে। তবে কিছু ওয়েবসাইটে এটি ৬,৫০০ টাকা থেকে ৯,০০০ টাকার মধ্যেও লিস্টেড আছে। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই প্রাইসের মধ্যে র্যাক ও ইন্সটলেশন খরচ ধরা আছে। স্টক থাকা পর্যন্তই টপ বক্সের অফারটি দিতে পারবে কেটিএম।
সংস্থার ঘোষণায় এটুকু স্পষ্ট, KTM 390 Adventure এবং 250 Adventure-এর বিক্রি বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। তাই ক্যাশ ডিসকাউন্টের বদলে বিনা পয়সায় টপ বক্সের অফার নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে কোম্পানি শুধু টাকা বাঁচাচ্ছে তাই নয়, পাশাপাশি ব্র্যান্ড ভ্যালু বজায় থাকছে। বিগত ক’বছরে খুব কম টু-হুইলার ক্যাশ ডিসকাউন্ট থাকতে দেখা গিয়েছে। কারণ নির্মাতাদের বিশ্বাস, এতে ইমেজে প্রভাব পড়তে পারে।
বর্তমান KTM 390 Adventure মডেলটি প্রায় পাঁচ বছর ধরে বাজারে রয়েছে। শীঘ্রই নিউ জেনারেশন মডেল দ্বারা রিপ্লেস করা হবে এটি। বর্তমানে ভারতে বাইকটির দাম ৩.৩০ লক্ষ টাকা। আবার 390 Adventure X নামে বাইকটির আরেকটি ভার্সন কিছুটা সস্তায় বিক্রি হয়, যার দাম ২.৮৪ লক্ষ টাকা। অন্যদিকে, KTM 250 Adventure-এর দাম ২.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)।