KTM 250 Duke Discount

ডিসেম্বরে এসে ধামাকা অফার ঘোষণা করল কেটিএম, ব্যাপক সস্তায় পাওয়া যাচ্ছে বাইক

দেশের বাজারে বেশ জনপ্রিয় বাইক কেটিএম ডিউক। বছর শেষ অফার হিসাবে এই ডিউক সিরিজের একটি বাইকে ২০ হাজার টাকা ছাড় দেওয়ার ঘোষণা করল সংস্থা।

Suvrodeep Chakraborty 2 Dec 2024 1:45 PM IST

বছর শেষ হওয়ার আগে দারুণ অফার নিয়ে হাজির কেটিএম। ভারতে বেশ জনপ্রিয় বাইক প্রস্তুতকারক সংস্থা কেটিএম। বিশেষ করে তাদের ডিউক সিরিজ। এদিন ডিউক সিরিজের ২৫০ সিসির (KTM Duke 250) মডেলে ২০ হাজার টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে সংস্থা। সীমিত সময়ের জন্য ২০ হাজার টাকা কমে পাওয়া যাবে কেটিএম ২৫০ ডিউক।

KTM Duke 250 : অফার ও দাম

বাইকের আগের দাম ছিল ২.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। কিন্তু অফার চলাকালীন এটি ২.২৫ লক্ষ টাকায় পাওয়া যাবে। তবে এই দাম ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৈধ থাকবে। সংস্থা জানিয়েছে, যতক্ষণ বাইকের স্টক থাকবে ততক্ষণ ২০ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা।

সংস্থার মতে, এই লোভনীয় অফার বাইক-প্রেমীদের আগ্রহ বাড়াতে পারে। এ কথা ভুললে চলবে না, যে তরুণ বাইক-প্রেমীদের কাছে কেটিএম ডিউক বেশ জনপ্রিয় মডেল। তাছাড়া বাজারে ২৫০ সিসি বাইকগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী মোটরবাইক ডিউক ২৫০।

KTM Duke 250 : ইঞ্জিন স্পেসিফিকেশন ও ফাচার্স

স্টাইলিশ ডিজাইন, রোড প্রেসেন্স দুর্দান্ত এবং ঠাসা ফিচার্স সমৃদ্ধ বাইক কেটিএম ডিউক ২৫০। এতে রয়েছে ২৪৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন, যা সর্বাধিক ২৯.৫ হর্সপাওয়ার এবং ২৫ এনএম টর্ক জেনারেট করতে পারে। বাইকের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আপডেটেড TFT স্ক্রিন এবং বুমেরাং আকারের LED DRL।

ভারতের বাজারে কেটিএম ডিউক ২৫০ এর প্রতিপক্ষ সুজুকি গিক্সার ২৫০ এবং হাস্কভার্না ভিটপিলেন ২৫০। ভারতে ডিউক সিরিজে যতগুলি মডেল বিক্রি হয় তার মধ্যে অন্যতম বেস্ট সেলিং বাইক কেটিএম ডিউক ২৫০।

Show Full Article
Next Story