দেশে একসঙ্গে ১০টি বাইক লঞ্চ করল KTM, রয়েছে SX50 থেকে 1390 Super Duke R বাইক

বাইক-প্রেমীদের চমক দিতে KTM হাজির করল ১০টি নতুন মোটরসাইকেল। এর মধ্যে রয়েছে সুপার ডিউক, সুপার অ্যাডভেঞ্চারের মতো জনপ্রিয় বাইক।

Suvrodeep Chakraborty 15 Nov 2024 11:30 PM IST

ভারতে ১০টি নতুন বাইক লঞ্চ করল KTM। গ্লোবাল মার্কেটের অ্যাডভেঞ্চার, ন্যাকেড, মটোক্রস বাইকগুলিকে এদেশের বাজারে আনা হয়েছে। এই মডেলগুলির মধ্যে সবথেকে সস্তা KTM SX50, যার দাম শুরু ৪.৭৫ লাখ টাকা থেকে। সবথেকে দামি বাইক 1390 Super Duke R, যার দাম ২২.৯৬ লাখ টাকা। আসুন কেটিএম এর নতুন বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কেটিএমের নতুন বাইক

ভারতীয় বাজারে কেটিএমের ১০টি নতুন মোটরসাইকেল আত্মপ্রকাশ করেছে। চারটি ক্যাটাগরিতে এই বাইকগুলি লঞ্চ করা হয়েছে - সুপার ডিউক, অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, এন্ডুরো মোটরসাইকেল এবং মটোক্রস বাইক।

কেটিএম সুপার ডিউক সেগমেন্ট

সুপার ডিউক ক্যাটাগরিতে দুটি মডেল লঞ্চ করা হয়েছে - কেটিএম ১৩৯০ সুপার ডিউক আর। দাম ২২.৯৬ লাখ টাকা (এক্স-শোরুম)। কেটিএম ৮৯০ ডিউক আর। দাম ১৪.৫০ লাখ টাকা (এক্স-শোরুম)।

কেটিএম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল

অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল ক্যাটাগরিতে দুটি মডেল লঞ্চ করেছে কেটিএম। এগুলি হল - ১২৯০ সুপার অ্যাডভেঞ্চার এস, যার দাম ২২.৭৪ লাখ টাকা (এক্স-শোরুম) এবং ৮৯০ অ্যাডভেঞ্চার আর, দাম ১৫.৮০ লাখ টাকা (এক্স-শোরুম)।

কেটিএম এন্ডুরো মোটরসাইকেল

এই ক্যাটাগরিতে একটিমাত্র বাইক রয়েছে - কেটিএম ৩৫০ ইএক্সসি-এফ। বাইকের দাম ১২.৯৬ লাখ টাকা (এক্স-শোরুম)।

কেটিএম মটোক্রস বাইক

এই ক্যাটাগরিতে সবথেকে বেশি বাইক লঞ্চ করা হয়েছে। পাঁচটি মডেল - ৪৫০ এসএক্স-এফ, দাম ১০.২৫ লাখ টাকা (এক্স-শোরুম)। ২৫০ এসএক্স-এফ, দাম ৯.৫৮ লাখ টাকা (এক্স-শোরুম)। সাব ১০০ সিসির মোটরসাইকেল - কেটিএম ৮৫ এসএক্স, দাম ৬.৬৯ লাখ টাকা (এক্স-শোরুম)। ৬৫ এসএক্স, দাম ৫.৪৭ লাখ টাকা (এক্স-শোরুম)। ৫০ এসএক্স, দাম ৪.৫০ লাখ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story