শীঘ্রই লঞ্চ হবে KTM RC 390 বাইকের নতুন ভার্সন, প্রকাশ্যে প্রোডাকশন রেডি মডেলের ছবি

বিগত কয়েক মাস ধরেই, RC ও Duke রেঞ্জের নেক্সট জেনারেশন বাইকের ওপর KTM কাজ করছে বলে শোনা যাচ্ছে। এমনকি টেস্ট রাইড নেওয়ার সময় বাইকগুলির ছবি…

বিগত কয়েক মাস ধরেই, RC ও Duke রেঞ্জের নেক্সট জেনারেশন বাইকের ওপর KTM কাজ করছে বলে শোনা যাচ্ছে। এমনকি টেস্ট রাইড নেওয়ার সময় বাইকগুলির ছবি ক্যামেরাবন্দী হয়েছে। এদিকে রিপোর্ট বলছে, KTM প্রথমে RC রেঞ্জ আপগ্রেড করে লঞ্চ করবে এবং তারপর Duke রেঞ্জের আপডেট ভার্সন বছরের শেষের দিকে বাজারে আসতে পারে।

সাম্প্রতিক সময়ে KTM RC 390 মোটরসাইকেল নিয়ে বেশ চর্চা হয়েছে। আবার RC 390 এর 2020 মডেল KTM তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়ায় জল্পনায় নতুন মাত্রা যোগ হয়। এখন KTM RC 390-এর নেক্সট জেনারেশন মডেলের আরও একটি স্পাই ছবি প্রকাশ্যে এল। মোটরসাইকেল প্রেমী অ্যালবিন অ্যান্টনি KTM RC 390-এর পাশ থেকে তোলা ছবি রাশলেন স্পাইলেন গ্রুপে পোস্ট করেছেন। যা দেখে বাইকটি প্রোডাকশনের জন্য প্রস্তুত বলেই মনে হচ্ছে।

বলতে গেলে KTM 390 Duke নেকেড স্পোর্টস মোটরসাইকেলের ফেয়ার্ড ভার্সন হল KTM RC 390। ভারতে উপলব্ধ 390 Duke মডেলটি KTM-এর গ্লোবাল স্পেসিফিকেশনে আপডেট হয়েছে, কিন্তু RC 390 এখনও বিশেষত টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোলের মতো সরঞ্জামের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। ফলে নতুন ভার্সনে এই ধরনের অপূর্ণতা দেখা যাবে না বলে আমরা আশা করছি।

Ktm Rc 390
Ktm Rc 390 Spied Image Leaked

KTM RC রেঞ্জের অন্যান্য বাইকের মতো RC 390-এর নতুন মডেলেও ডিজাইন অপরিবর্তিত থাকবে। কালার অপশন বা গ্রাফিক্সের ক্ষেত্রে নতুনত্ব চোখে পড়তে পারে। আপগ্রেডের প্রসঙ্গে আসলে, KTM RC 390-এর নতুন ভার্সন আপডেটেড চ্যাসিস, সামনে ও পিছনে পুর্নগঠিত সাসপেনশন, বড় ডিস্ক ব্রেক, নতুন ECU, উন্নত কুলিং সিস্টেম, এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন