তরুণ প্রজন্মের ঘুম কাড়তে পাঁচটি নতুন মোটরসাইকেল আনার ঘোষণা করল KTM
কয়েক বছর বিরতির পর আগামী মাসে ইতালির বিখ্যাত মিলান মোটরসাইকেল শো-তে অংশগ্রহণ করতে যাচ্ছে KTM। তার আগে অস্ট্রিয়ার এই জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডটি পাঁচটি নতুন বাইক…
কয়েক বছর বিরতির পর আগামী মাসে ইতালির বিখ্যাত মিলান মোটরসাইকেল শো-তে অংশগ্রহণ করতে যাচ্ছে KTM। তার আগে অস্ট্রিয়ার এই জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডটি পাঁচটি নতুন বাইক আনার কথা জানিয়েছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে টিজার প্রকাশ করে এই বিষয়ে ঘোষণা করেছে তারা।
টিজার ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, বিভিন্ন সেগমেন্টে নতুন মডেল উন্মোচন করতে চলেছে কেটিএম। টিজারে ইমেজ মোটরসাইকেলগুলিকে বিভিন্ন আকারে দেখায়। ডান দিকের তিনটি মোটরসাইকেল দেখতে বেশ বড়। এগুলি 1390 পরিবারের নতুন সদস্য হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
জানিয়ে রাখি, বিগত কয়েক মাসে একাধিকবার 1390 Super Duke ও Super Adventure R মডেলটিকে রোড টেস্টিংয়ে দেখা গিয়েছে। আবার টিজারে একটি ছোট টু-হুইলারকে দেখা গিয়েছে। এটি খুব সম্ভবত একটি ডার্ট বাইক। তবে মডেলগুলির স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কে বিস্তারিত তথ্য উপলব্ধ নেই।
জানিয়ে রাখি, দীপাবলির আগেই KTM 200 Duke এর আপডেটেড ভার্সন ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। নতুন কালার স্কিমের পাশাপাশি নতুন ফিচার্স থাকবে এতে। পুরনো এলসিডি সেটআপের জায়গায় টিএফটি ডিসপ্লে যুক্ত করা হবে, যা 390 Duke থেকে নেওয়া হতে পারে। দাম ৫,০০০ টাকা পর্যন্ত বাড়ার সম্ভাবনা।
কয়েক বছর বিরতির পর আগামী মাসে ইতালির বিখ্যাত মিলান মোটরসাইকেল শো-তে অংশগ্রহণ করতে যাচ্ছে KTM। তার আগে অস্ট্রিয়ার এই জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডটি পাঁচটি নতুন বাইক…