অ্যাডভেঞ্চার নেশা? সঙ্গ দিতে হাজির নতুন KTM 390 ADV, দেশে লঞ্চ জানুয়ারিতেই
গোয়াতে অনুষ্ঠিত ২০২৪ বাইক উইকে দুটি নতুন বাইক উন্মোচন করল সংস্থা - KTM 390 ADV S এবং 390 Enduro R। অ্যাডভেঞ্চার বাইকের বাজারে নতুন চমক হতে চলেছে এটি।
গত মাসে ইতালিতে এই দুই বাইক প্রথম প্রকাশ করে KTM। এদিন India Bike Week অনুষ্ঠানে উন্মোচন করা হল KTM 390 ADV S এবং 390 Enduro R। গোয়াতে বাইক দুটি আত্মপ্রকাশ করেছে। নতুন 390 ADV S আরও বেশি অফ-রোডিং দক্ষ এবং সস্তা হতে চলেছে বলে দাবি সংস্থার। জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারিতে বাইক দুটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে।
২০২৫ KTM 390 Adventure S এবং 390 Enduro R : নতুন কী?
প্রথমেই জানিয়ে রাখি, এটি একটি মেড-ইন-ইন্ডিয়া বাইক। নতুন S ভ্যারিয়েন্ট বাইকের সবথেকে সস্তা মডেল হতে চলেছে বলে জানা গিয়েছে। অ্যাডভেঞ্চারের নেশায় তাল মেলাতে বাইকটি নতুন রূপে সাজাচ্ছে কেটিএম। দামের কারণে যাতে কাউকে পিছুপা হতে না হয়, সেটাও মাথায় রাখা হচ্ছে। বাইকের সামনে থাকবে ২১ ইঞ্চি এবং পিছনে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল।
অন্যদিকে, Enduro R সংস্থার ভারতে প্রথম এন্ডিউরো ভিত্তিক মোটরসাইকেল হতে চলেছে। ফ্ল্যাট সিট এবং লং ট্রাভেল সাসপেনশন থাকবে বাইকে। ইঞ্জিন স্পেসিফিকেশনের ক্ষেত্রে দুই বাইকেই পাওয়া যাবে ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড মোটর, যা সর্বাধিক ৪৫.৫ হর্সপাওয়ার এবং ৩৯.৯ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।
২০২৫ KTM 390 Adventure S বাইকের সম্ভাব্য দাম
২০২৫ সালের জানুয়ারিতে নতুন KTM 390 ADV S লঞ্চ হওয়ার পর বাজারে আসবে 390 Enduro R। তারপর লঞ্চ হবে KTM 390 SMC R Supermoto বাইক। দাম সম্পর্কে এখনও কোনও আভাস পাওয়া যায়নি। তবে নতুন KTM 390 ADV এর দাম ২.৮৪ লাখ - ৩.৪২ লাখ টাকার মধ্যে শুরু হতে পারে। আগামীদিনে বাইক সম্পর্কিত আরও তথ্য প্রকাশ করতে পারে কেটিএম।
গোয়াতে অনুষ্ঠিত ২০২৪ বাইক উইকে দুটি নতুন বাইক উন্মোচন করল সংস্থা - KTM 390 ADV S এবং 390 Enduro R। অ্যাডভেঞ্চার বাইকের বাজারে নতুন চমক হতে চলেছে এটি।