Lectrix EV-র দারুণ উদ্যোগ, মাত্র 1,999 টাকা মাসিক কিস্তিতে ইলেকট্রিক স্কুটার কিনে ফেলুন
এসএআর গোষ্ঠীর (SAR Group) ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড লেকট্রিক্স ইভি(Lectrix EV) সহজ কিস্তিতে ক্রেতাদের হাতে স্কুটার...এসএআর গোষ্ঠীর (SAR Group) ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড লেকট্রিক্স ইভি(Lectrix EV) সহজ কিস্তিতে ক্রেতাদের হাতে স্কুটার তুলে দিতে একসাথে একাধিক ব্যাঙ্কিং প্রতিষ্ঠান এবং লোন প্রদানকারী সংস্থার সাথে হাত মিলিয়েছে। যার মধ্যে রয়েছে – আইডিএফসি ব্যাঙ্ক (IDFC Bank), রেভফিন সিকিউরিটিজ (RevFin Securities), শ্রীরাম ফাইন্যান্স (Shriram Finance), এডুভাঞ্জ (Eduvanz)ও লোন ট্যাপ (Loan Tap)। বর্তমানে সংস্থাটি LXS নামক বৈদ্যুতিক স্কুটার বিক্রি করে।
বর্তমানে সর্বনিম্ন ১,৯৯৯ টাকার মাসিক কিস্তিতে কেনা যাবে Lectrix LXS স্কুটার। নির্মাণকারী সংস্থাটি জানিয়েছে, সংস্থাগুলির সাথে এই জোট সম্ভাব্য ক্রেতাদের অর্থের চাহিদা পূরণ করার পাশাপাশি সহজে লোন দেবে। চুক্তি অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানগুলি ক্রেতাদের গাড়ির মূল্যের ৮৫% অর্থ লোন হিসেবে প্রদান করবে। এর ফলে বিশেষত দেশের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরগুলিতে বসবাসকারী মানুষের ইলেকট্রিক ভেহিকেল কেনা সহজতর হবে।
এই প্রসঙ্গে লেকট্রিক্স ইভির সহ-সভাপতি (সেলস অ্যান্ড মার্কেটিং) উইলি চেঙ্গাপ্পা বলেন, “নতুন যানবাহন কেনার ক্ষেত্রে লোনের নিশ্চিতকরণ একটি চ্যালেঞ্জ। বিশেষত দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরাঞ্চলে। যদিও আমাদের সহজ ফাইন্যান্স স্কিম সর্বনিম্ন ১,৯৯৯ টাকার মাসিক কিস্তিতে ক্রেতাদের LXS ই-স্কুটার কিনতে সহায়তা করবে। গ্রাহকদের যাতে সাথে সাথে লোনের অনুমোদন দেওয়া যায় তার ব্যবস্থা করেছি আমরা।”
প্রসঙ্গত, Lectrix LXS ইলেকট্রিক স্কুটারটির বর্তমান বাজারমূল্য ৭৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। দামের অঙ্কটি কেন্দ্রীয় সরকারের ফেম-টু এবং রাজ্য সরকারের ভর্তুকি ধরে। ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটি এক চার্জে ৮৯ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। বর্তমানে ভারতে সংস্থার ৬০টি ডিলারশিপ থেকে এটি কেনা যায়।