LML Star: অন্য স্কুটি ভুলে যাবেন, স্মৃতি উস্কে নতুন অবতারে লঞ্চ হচ্ছে এই ভিন্টেজ স্কুটার

৯০-এর দশকের জনপ্রিয় ভারতীয় ব্র্যান্ড লোহিয়া মেশিনস লিমিটেড বা এলএমএল (LML) ২০২২ সালে তাদের Star ইলেকট্রিক স্কুটার কনসেপ্টের হাত ধরে ফের প্রচারের আলোয় এসেছিল। লঞ্চের…

Lml Star Electric Scooter Design Patented In India

৯০-এর দশকের জনপ্রিয় ভারতীয় ব্র্যান্ড লোহিয়া মেশিনস লিমিটেড বা এলএমএল (LML) ২০২২ সালে তাদের Star ইলেকট্রিক স্কুটার কনসেপ্টের হাত ধরে ফের প্রচারের আলোয় এসেছিল। লঞ্চের জল্পনা উস্কে দিয়ে তারা এবার স্কুটারটির ডিজাইন পেটেন্ট পেয়ে গিয়েছে। LML Star ভারতের ইভি টু-হুইলার মার্কেটে ঝড় তুলবে বলেই মনে করা হচ্ছে।

অরিজিনাল lML Star স্কুটি বিভিন্ন সংস্করণে ১৯৯৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিক্রি হয়েছিল। Saera Electric Auto Private Limited নামে একটি কোম্পানির সঙ্গে জোট বেঁধে স্টার নামটি আবার ফিরিয়ে এনেছে তারা। নতুন অবতারে এটির নকশার ক্ষেত্রে ডুকাটি, ফেরারি, ইয়ামাহা, কাওয়াসাকির সঙ্গে কাজ করেছে এমন ডিজাইনারদের সঙ্গে হাত মিলিয়েছে এলএমএল।

LML Star ম্যাক্সি স্কুটার ডিজাইন নিয়ে এসেছে। এতে ফ্ল্যাট ফ্লোরবোর্ড রয়েছে। সিটের নীচে এবং পিলিয়ন গ্র্যাব হ্যান্ডেলে লাল রঙের অ্যাকসেন্ট লক্ষ্য করা যায়। সামনের অ্যাপ্রোনটিতে ডিআরএল ও ফটো-সেন্সিটিভ হেডল্যাম্প সহ ডুয়াল-টোন ডিজাইন বর্তমান। লঞ্চের পর Ather Energy ও Ola Electric-এর সঙ্গে প্রতিযোগিতা চলবে।

LML Star ইলেকট্রিক স্কুটারের পারফরম্যান্স সম্পর্কে সংস্থা এখনও কিছু জানায়নি। ফলে রেঞ্জ, ব্যাটারি বা টপ স্পিডের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে এতে মিড-মাউন্টেড মোটর থাকবে বলে জানা গিয়েছে, যা বেল্ট ড্রাইভ সিস্টেমের মাধ্যমে পিছনের চাকায় শক্তি জোগাবে। এছাড়া, হার্ডওয়্যার সেটআপ বলতে টেলিস্কোপিক ফর্ক, সাউড মাউন্টেড মনোশক, ও দু’চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন