লুকস-ফিচারে মুগ্ধ হবেন, Star Electric স্কুটার লঞ্চের আগে দেশজুড়ে 50টি শোরুম খুলবে LML
ভারতের বাজার থেকে একসময় হারিয়ে গেলেও নতুন রূপে প্রত্যাবর্তন করতে চলেছে কিংবদন্তি টু-হুইলার নির্মাতা এলএমএল (LML)।...ভারতের বাজার থেকে একসময় হারিয়ে গেলেও নতুন রূপে প্রত্যাবর্তন করতে চলেছে কিংবদন্তি টু-হুইলার নির্মাতা এলএমএল (LML)। সংস্থাটি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার হিসাবে স্টার (Star) খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। কিন্তু তার আগে দেশে প্রায় ৫০টি ডিলারশিপ উদ্বোধনের পরিকল্পনার কথা ঘোষণা করল এলএমএল। উল্লেখ্য, অটো এক্সপোতে Star মডেলটি প্রদর্শন করেছিল সংস্থা। এ বছরের দ্বিতীয়ার্ধে মার্কেটে লঞ্চ হতে পারে এটি। এলএমএল ইতিমধ্যেই ইলেকট্রিক স্কুটারটির বুকিং গ্রহণ শুরু করেছে।
LML Star ভারতে ৫০টি ডিলারশিপ চালু করবে
এলএমএল-এর ডিলারশিপগুলি এদেশে সংস্থার ব্যবসার প্রথম সম্প্রসারণ প্রথম পদক্ষেপ হতে চলেছে। সংস্থাটি এদেশে ‘ডিলার ওন্ড ডিলার অপারেটেড’ মডেলে শোরুম খোলার পরিকল্পনা করছে। অর্থাৎ অর্থাৎ শোরুম চালানোর পাশাপাশি সেটি নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে ডিলারের কাঁধে।
এই প্রসঙ্গে, এলএমএল-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও যোগেশ খাটিয়া বলেন, “ইভি শিল্প ব্যাপক জোয়ার দেখছে এবং ভবিষ্যতেও এর ধারা বজায় থাকবে। বৈদ্যুতিক যানবাহন হলো এমন এক যাতায়াতের মাধ্যম, যা জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করে। এলএমএল-এর তরফে আমরা ইভি গ্রহণের গতি ত্বরান্বিত করব।”
LML Star : বৈশিষ্ট্য
এলএমএল-এর স্টার হল একটি মাঝারি আকারের ম্যাক্সি স্কুটার। ব্ল্যাক এবং হোয়াইট ডুয়েল টোন থিমে উপলব্ধ ইলেকট্রিক স্কুটারটির ডিজাইনের দিক থেকে ভবিষ্যৎ প্রজন্মের বৈশিষ্ট্য যুক্ত। এর বডিতে রয়েছে লালের স্পর্শ। এতে রয়েছে এলইডি ডেটাইম রানিং ল্যাম্প সহ এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং এলইডি লাইটিং।
LML Star বেশ কিছু অনন্য ফিচার সহযোগে আসবে। যেমন ওয়্যারলেস চার্জিং, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং ডিজিটাল স্ক্রিন। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে এতে উপস্থিত টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড এবং এবিএস। সিটের নিচে বড় স্টোরেজ স্পেস সহ এতে রিমুভাল ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে। যদিও ব্যাটারির ক্ষমতা এবং রেঞ্জ সম্পর্কিত কোন তথ্য এখনো প্রকাশ করেনি সংস্থা। লঞ্চের সময়ই সেগুলি বিস্তারিত জানা যাবে।