গতির সঙ্গে শক্তিও হবে দেখার মতো, ওলা-কে টেক্কা দিতে দুর্দান্ত স্কুটার আনছে Lohia Auto

ভারতের ই-স্কুটার মার্কেট ক্রমশ প্রসারিত হচ্ছে। বড় সংস্থাদের পাশাপাশি এই সেগমেন্টে দাপট দেখাচ্ছে বিভিন্ন স্টার্টআপ কোম্পানি। Ola এবং Ather-এর মতো সংস্থাকে টেক্কা দিতে এবার প্রস্তুতি…

ভারতের ই-স্কুটার মার্কেট ক্রমশ প্রসারিত হচ্ছে। বড় সংস্থাদের পাশাপাশি এই সেগমেন্টে দাপট দেখাচ্ছে বিভিন্ন স্টার্টআপ কোম্পানি। Ola এবং Ather-এর মতো সংস্থাকে টেক্কা দিতে এবার প্রস্তুতি নিচ্ছে দুই ও তিন চাকার বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য পরিচিত লোহিয়া অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Lohia Auto Industries Ltd.)। একটি উচ্চ গতির ইলেকট্রিক স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে সংস্থাটি।

ভারতের ক্রমবর্ধমান ইলেকট্রিক স্কুটারের বাজার ধরতে মরিয়া লোহিয়া অটো ইন্ডাস্ট্রিজের সিইও আয়ুস লোহিয়া নিশ্চিত করে বলেছেন, “আগামী বছর আমরা উচ্চগতির শক্তিশালী ব্যাটারি পরিচালিত টু হুইলার লঞ্চ করব। বর্তমানে আমরা একটি যাত্রী পরিবহনকারী থ্রি হুইলার পাইলট প্রজেক্টে চালিয়ে দেখছি।” তিনি যোগ করেন, Greaves Electric Mobility, Ola, Ather-দের মতো প্রতিপক্ষদের শীঘ্রই বেগ পেতে হবে।

সংস্থার আশা, ভারত সরকার ক্রেতাদের ইনসসেন্টিভ দেওয়ার জন্য চালু করা ফাস্টার অ্যাডপশান অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেল বা ফেম (FAME) প্রকল্পের মেয়াদ ২০২৪-এর মার্চ থেকে বাড়াবে। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের কাশিপুরের সংস্থার কারখানায় বছরে এক লাখ মডেল তৈরির ক্যাপাসিটি আছে।

বর্তমানে পশ্চিম, পূর্ব এবং মধ্য ভারতে তাদের একশোর বেশি ডিলারশিপ রয়েছে। কোম্পানি জানিয়েছে শীঘ্রই দক্ষিণ ভারতে তারা হাইস্পিড টু-হুইলার এবং নতুন প্যাসেঞ্জার থ্রি হুইলার নিয়ে হাজির হবে। এমনকি আগামী দু’বছরের মধ্যে দেশে তাদের দুইশোর বেশি ডিলারশিপ থাকবে বলে জানিয়েছেন লোহিয়া।