Range Rover Sport: ভারতের মাটিতে তৈরি হচ্ছে বিলাসবহুল গাড়ি, চমক রেঞ্জ রোভারের

ভারত এখন বিশ্বের অন্যতম অটোমোবাইল হাব হয়ে উঠেছে। দেশে তৈরি বিভিন্ন গাড়ি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সে তালিকায় সাধারণ যাত্রী গাড়ি থেকে শুরু করে…

Made in ndia made range rover sport deliveries start across the country priced at rs 1 4 cr

ভারত এখন বিশ্বের অন্যতম অটোমোবাইল হাব হয়ে উঠেছে। দেশে তৈরি বিভিন্ন গাড়ি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সে তালিকায় সাধারণ যাত্রী গাড়ি থেকে শুরু করে বিলাসবহুল চার চাকা রয়েছে। এবার প্রথম মেড-ইন-ইন্ডিয়া Range Rover Sport-এর ডেলিভারি শুরু হল ভারতে। এদেশে এই লাক্সারি এসইউভি-র লোকাল ম্যানুফ্যাকচারিং হওয়ার ফলে এক্স-শোরুম মূল্য প্রচুর কমেছে। এখন দাম শুরু হচ্ছে ১.৪০ কোটি টাকা থেকে।

রেঞ্জ রোভার স্পোর্ট দুই পাওয়ারট্রেন অপশনে উপলব্ধ। ৩.০ লিটার পেট্রল ডায়নামিক এসই ইঞ্জিন থেকে ২৯৪ কিলোওয়াট পাওয়ার ও ৫৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। অন্যদিকে, ৩.০ লিটার ডিজেল ডায়নামিক এসই ইঞ্জিন থেকে ২৫৮ কিলোওয়াট পাওয়ার এবং ৭০০ এনএম টর্ক পাওয়া যায়। প্রসঙ্গত, জাগুয়ার ল্যান্ড লোভার বা জেলআর ২০১১ সালে টাটা মোটরসের সাথে কনট্র্যাক্ট ম্যানুফ্যাচকারিং করেছিল। ফ্রিল্যান্ডার ছিল প্রথম এসইউভি, যা দেশে স্থানীয়ভাবে উৎপাদন হয়েছিল।

বিলাসবহুল গাড়ি হওয়ার কারণে Range Rover Sport-এর ফিচার্সও অত্যাধুনিক। এতে ডায়নামিক এয়ার সাসপেনশন, অ্যাডাপ্টিভ অফ-রোড ক্রুজ কন্ট্রোল, নেভিগেশন, মিডিয়া, ও ভেহিকেল সেটিংসের জন্য ১৩.১ ইঞ্চি হ্যাপটিক টাচস্ক্রিন, ইন্টেলিজেন্ট কানেক্টিভিটি, এবং নেক্সট জেনারেশন কেবিন এয়ার পিউরিফিকেশন প্রো সিস্টেম রয়েছে।

জেএলআর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজন আম্বা বলেছেন, “এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক কারণ আমরা স্থানীয়ভাবে তৈরি রেঞ্জ রোভার স্পোর্টের ডেলিভারি শুরু করেছি। এর সঙ্গে রেঞ্জ রোভার ব্র্যান্ডের সম্পূর্ণ পোর্টফোলিও এখন ভারতে তৈরি। ভারতীয় বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং সবচেয়ে বিচক্ষণ ক্রেতাদের জন্য বিশ্ব-মানের বিলাসবহুল যানবাহন তৈরির জন্য আমাদের ক্রমাগত প্রচেষ্টার একটি প্রমাণ।”

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন