ভারতের পর গন্তব্য অস্ট্রেলিয়া, Mahindra Thar-এর সঙ্গে পাঙ্গা নিতে হাজির Maruti Jimny
ভারতে তৈরি গাড়ি হামেশাই বিদেশের বাজারে লঞ্চ করতে দেখা যায় মারুতি সুজুকি’কে (Maruti Suzuki)। এবারে যেমন সংস্থাটি তাদের...ভারতে তৈরি গাড়ি হামেশাই বিদেশের বাজারে লঞ্চ করতে দেখা যায় মারুতি সুজুকি’কে (Maruti Suzuki)। এবারে যেমন সংস্থাটি তাদের পাঁচ দরজার Jimny লঞ্চ করল সুদূর অস্ট্রেলিয়ার বাজারে। সে দেশে অফ-রোড এসইউভিটির দাম ৩৪,৯৯০ অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু হচ্ছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮.৬০ লক্ষ টাকা। উল্লেখ্য, Maruti Suzuki Jimny ভারতে এ বছর জুনে লঞ্চ হয়েছিল। এদেশে এটি কিনতে খরচ পড়ে ১২.৭৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Maruti Suzuki Jimny লঞ্চ হল অস্ট্রেলিয়ায়
আবার সম্প্রতি মারুতি সুজুকি তাদের অফ-রোড গাড়ি Jimny-র Thunder Edition লঞ্চ করেছে। সবচেয়ে সস্তা এই ভার্সনের দাম ১০.৭৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। ভারত ও অস্ট্রেলিয়ার বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Mahindra Thar। দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়ার বাজারে 5-door Jimny লঞ্চ করল ইন্দো-জাপানি সংস্থাটি।
ভারতের বাজারে বিক্রি হওয়া 5-door Jimny-র সাথে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বাজারে লঞ্চ হওয়া মডেলটির মূল পার্থক্য হল অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের উপস্থিতি। এই ফিচারের আওতায় রয়েছে অটো এমারজেন্সি ব্রেকিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, অ্যান্টি কলিশন ওয়ার্নিং, ডুয়েল ক্যামেরা, ব্রেক সাপোর্ট ইত্যাদি। কাইনেটিক ইয়োলো সহ সাতটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে গাড়িটি।
Jimny XL-এর অস্ট্রেলিয়া ভার্সনে ১.৫ লিটার ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন অফার করা হয়েছে। যার সাথে সংযুক্ত ফাইভ স্পিড ম্যানুয়াল এবং ফোর স্পিড অটোমেটিক গিয়ারবক্স। সুজুকির প্রতিটি ভ্যারিয়েন্টে ফোর হুইল ড্রাইভ সিস্টেম AllGrip Pro অফার করা হয়েছে।