ভারতে তৈরি Royal Enfield চালাবে ইংরেজরা, উলটপুরাণ ঘটিয়ে চমকে দিল সংস্থা

ভারতের পর এবার ইউরোপে লঞ্চ হয়ে গেল Royal Enfield-এর-এর নতুন ফ্ল্যাগশিপ ববার বাইক Shotgun 650। কয়েক সপ্তাহ আগেই ভারতে পা রেখেছে এটি। ইংল্যান্ডে বাইকটি কিনতে…

ভারতের পর এবার ইউরোপে লঞ্চ হয়ে গেল Royal Enfield-এর-এর নতুন ফ্ল্যাগশিপ ববার বাইক Shotgun 650। কয়েক সপ্তাহ আগেই ভারতে পা রেখেছে এটি। ইংল্যান্ডে বাইকটি কিনতে খরচ হবে ৬৬৯৯ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭.০৫ লক্ষ টাকা। এছাড়াও ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানির মতো উন্নত দেশগুলিতেও হাজির হয়েছে Shotgun। রয়্যাল এনফিল্ডের এই বাইকটি তামিলনাড়ুতে সংস্থার নিজস্ব কারখানাতেই তৈরি হচ্ছে। আর সেখান থেকেই গোটা বিশ্বে পাড়ি জমাচ্ছে। জানিয়ে রাখি, আমাদের দেশে ৩.৫৯ লাখ টাকায় (এক্স শোরুম) বিক্রি হচ্ছে এটি।

রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসির প্লাটফর্মের উপর নির্মিত চতুর্থ বাইক এটি। ইতিপূর্বে একই প্লাটফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে Interceptor, Continental GT এবং Super Meteor। সামগ্রিক ডিজাইনের দিকে নজর দিলে দেখা যাবে শটগান আদতে সুপার মিটিয়রের উপর নির্মিত ববার স্টাইলের মোটরসাইকেল।

Royal Enfield Shotgun 650: ডিজাইন

ববার স্টাইলের শটগান ৬৫০ বাইকটিতে কর্ভড ফেন্ডার, ছোট এবং চওড়া ফুয়েল ট্যাঙ্ক, প্রশস্ত হ্যান্ডেল বার এবং সেন্টার ফুড পেগ দেখতে পাওয়া যায়। ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে এর রাইডার সিট শূন্যে ভাসমান অবস্থায় লাগানো। যদিও অতিরিক্ত অ্যাক্সেসরিজ হিসাবে রয়্যাল এনফিল্ডের তরফে মিলছে রিমুভেবল রিয়ার সিট এবং লাগেজ রেক। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র ১৪০ মিমি। ফলে উঁচু নিচু রাস্তায় শটগান ৬৫০ চালানো বেশ কষ্টকর।

Royal Enfield Shotgun 650: স্পেসিফিকেশন

রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ এর ভারতীয় সংস্করণের সঙ্গে ইউরোপীয় মডেলের সমস্ত ফিচার সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। ৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন রয়্যাল এনফিল্ডের এই বাইকের প্রাণ ভোমরা। ইঞ্জিনটি সর্বোচ্চ ৪৬.৪ বিএইচপি ক্ষমতা এবং ৫২.৩ এনএম টর্ক উৎপাদন করতে পারে। ট্রান্সমিশন সিস্টেমে গিয়ারের সংখ্যা ৬। সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের দিকে ইউএসডি ফর্ক ও পিছনে টুইন শক অ্যাবজর্ভার ব্যবহৃত হয়েছে। ব্রেকিং সিস্টেমের মধ্যে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস উপলব্ধ। ইউরোপে রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ সিঙ্গেল টোন এবং ডুয়েল টোন কালার অপশনে বিক্রি করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন