দিওয়ালির আগে অফারের বন্যা! Mahindra গাড়িতে 2 লক্ষ টাকা ছাড় দিচ্ছে

দিওয়ালির আগে ভারতের এসইউভি স্পেশালিস্ট মাহিন্দ্রা (Mahindra) তাদের একাধিক গাড়িতে ধামাকা ডিসকাউন্ট চালু করেছে। ডিলার...
SUMAN 15 Oct 2022 2:24 PM IST

দিওয়ালির আগে ভারতের এসইউভি স্পেশালিস্ট মাহিন্দ্রা (Mahindra) তাদের একাধিক গাড়িতে ধামাকা ডিসকাউন্ট চালু করেছে। ডিলার সূত্রে খবর, মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থা। অফার উপলব্ধ Mahindra Alturas G4, XUV300, Bolero-সহ নানা মডেলের। অফার স্কিমে নগদ ছাড়, এক্সচেঞ্জ বেনিফিট এবং কর্পোরেট ডিসকাউন্ট মিলছে। তবে বিশেষ ভাবে মনে রাখতে হবে ডিলারশিপ ভেদে ছাড়ের পরিমাণ আলাদা হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুম থেকে অবশ্যই অফারের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরামর্শ রইল আমাদের তরফে। আসুন ছাড় সমেত মাহিন্দ্রার এসইউভি গাড়িগুলি দেখে নেওয়া যাক।

Mahindra Alturas G4

Alturas G4 যেমন মাহিন্দ্রার বৃহত্তম এসইউভি গাড়ি, তেমন এতে ডিসকাউন্টের পরিমাণটিও সবচেয়ে বেশি। বর্তমানে এর সবচেয়ে দামী ভ্যারিয়েন্টে ২.২০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট উপলব্ধ। এছাড়াও, সংস্থার তরফে ২০,০০০ দামের অ্যাক্সেসরিজ ডিসকাউন্ট, ১১,৫০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট এবং ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট অফার করা হচ্ছে।

Mahindra XUV300

ভারতে Mahindra XUV300-এর মূল প্রতিপক্ষদের তালিকায় রয়েছে Tata Nexon এবং Maruti Suzuki Brezza। বর্তমানে এসইউভি মডেলটি আকর্ষণীয় ডিসকাউন্টের সাথে কেনা যাচ্ছে। এর কয়েকটি ভার্সনে ২৯,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে ১০,০০০ টাকার ফ্রি অ্যাক্সেসরিজ, ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ অ্যাডভান্টেজ এবং কর্পোরেট ডিসকাউন্ট বাবদ ৪,০০০ টাকার সুবিধা।

Mahindra Bolero Neo

এখন Mahindra Bolero Neo কিনলে ক্রেতারা ৬,৫০০ টাকার ক্যাশ ডিসকাউন্টের সাথে ৮,৫০০ টাকার অ্যাক্সেসরিজ এবং ৪,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার এতে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট এবং অতিরিক্ত ৪,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট অফার করছে কোম্পানি।

Mahindra Marazzo

Mahindra Marazzo-তে পাওয়া যাচ্ছে ৫,২০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। এছাড়াও কয়েকটি মডেলের উপর রয়েছে ২০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট । উপরন্তু ক্রেতারা এতে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ অ্যাডভান্টেজ পেয়ে যাবেন।

Show Full Article
Next Story