Mahindra BE 6e

স্মার্টফোন, ল্যাপটপের থেকে বেশি র‍্যাম ও AI ফিচার্স রয়েছে এই ভারতীয় ইলেকট্রিক গাড়িতে

আইফোন ১৬-এর থেকে বেশি র‍্যাম ও এআই ফিচার্স রয়েছে মাহিন্দ্রার নতুন ইলেকট্রিক গাড়িতে। চলতি সপ্তাহে বাজারে এসেছে মাহিন্দ্রা BE 6e। চোখ জুড়ানো ডিজাইন ও ফিচারে ভরপুর এই চার চাকা।

Suvrodeep Chakraborty 29 Nov 2024 7:36 PM IST

র‍্যাম ও এআই ফিচার্সের নিরিখে একটি গাড়ি যখন বিশ্বের সবথেকে প্রিমিয়ান স্মার্টফোনকে হার মানায়, তখন বিষয়টি বেশ লজ্জার এবং হাস্যকরও বটে। জানলে অবাক হবেন, আইফোন ১৬ প্রো, গুগল পিক্সেল ৯ প্রো, এমনকী অ্যাপল ম্যাকবুকে যে র‍্যাম রয়েছে, তার থেকে বেশি র‍্যাম রয়েছে মাহিন্দ্রার নতুন ইলেকট্রিক গাড়িতে। এই সপ্তাহেই লঞ্চ হয়েছে Mahindra BE 6e। যেমন স্টাইলিশ, তেমনই স্মার্ট ফিচারে সমৃদ্ধ। এই গাড়িতে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত বৈশিষ্ট্যও দিয়েছে সংস্থাটি।

মাহিন্দ্রা BE 6e গাড়িতে রয়েছে ২৪ জিবি র‍্যাম। কেউ কেউ ভাবতে একটি চার চাকায় এত র‍্যাম কীসের জন্য? আসলে গাড়িতে রয়েছে মাহিন্দ্রার নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্কিটেকচার বা MAIA। এটি পরিচালনা করতে পর্যাপ্ত স্টোরেজ দরকার। যে কারণে ২৪ জিবি র‍্যাম রয়েছে গাড়িতে।

মাহিন্দ্রা BE 6e গাড়ির ফিচার্স

এই ইলেকট্রিক এসইউভিতে রয়েছে ২৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ৫ ন্যানো মিটার স্ন্যাপড্রাগন ৮২৯৫ প্রসেসর, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং ৫জি সাপোর্ট। এই সমস্ত ফিচার্স রয়েছে আইফোন ১৬, পিক্সেল ৯ প্রো এর মতো প্রিমিয়াম স্মার্টফোনগুলিতে।

আইফোন ১৬ প্রো-তে রয়েছে ৮ জিবি র‍্যাম, পিক্সেল ৯ প্রো-তে ১৬ জিবি র‍্যাম এবং অ্যাপল ম্যাকবুক প্রো M4 বেস মডেলে রয়েছে ১৬ জিবি র‍্যাম। নামী স্মার্টফোন ও ল্যাপটপে যে স্টোরেজ বা ফিচার্স নেই, তা রয়েছে একটি ভারতীয় ইলেকট্রিক গাড়িতে।

কী কারণে গাড়িতে এত র‍্যাম দরকার?

সংস্থা জানিয়েছে, গাড়িতে যে এআই সিস্টেম রয়েছে তা প্রতি সেকেন্ডে ৫১ ট্রিলিয়ন অপারেশন সামলাতে সক্ষম। এটি বিশ্বের সবথেকে দ্রুত অটোমোটিভ সিস্টেম। মাহিন্দ্রা এআই বা MAIA সময়ের সঙ্গে চালকের চাহিদা ও গাড়ি চালানোর ধরণ বুঝে উপযুক্ত প্রেফারেন্স দিতে সাহায্য করবে। এই সিস্টেম বানানোর জন্য ব্যাপক বিনিয়োগ করেছে মাহিন্দ্রা।

Show Full Article
Next Story