XUV700 ও Thor এর পর এবার Bolero-র দাম বাড়াল Mahindra, কিনতে কত খরচ হবে এখন

দেশীয় অটোমোবাইল জায়েন্ট Mahindra তাদের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা (SUV) Bolero এর দাম বাড়ানোর ঘোষণা করল। সংস্থাটির ফ্ল্যাগশিপ মডেল Bolero এবং Bolero Neo-র…

দেশীয় অটোমোবাইল জায়েন্ট Mahindra তাদের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা (SUV) Bolero এর দাম বাড়ানোর ঘোষণা করল। সংস্থাটির ফ্ল্যাগশিপ মডেল Bolero এবং Bolero Neo-র দাম যথাক্রমে ২২,০০০ টাকা ও ২১,০০৭ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অন্য দিকে, Bolero N4, N10, এবং N10 (O) এর মূল্য যথাক্রমে ১৮,৮০০ টাকা, ২১,০০৭ টাকা, এবং ২০,৫০২ টাকা বৃদ্ধি পেয়েছে।

দাম বাড়ানোর ফলে Mahindra Bolero এর দাম ৯.৪৫ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। অন্য দিকে ভ্যারিয়েন্ট অনুযায়ী Bolero Neo রেঞ্জের দাম ৯.৪৮ লক্ষ টাকা থেকে ১১.৯৯ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে (এক্স-শোরুম)। উল্লেখ্য, এসইউভিটি এখন সামনের গ্রিলে নতুন টুইন পিক লোগো, নতুন হুইল হাব ক্যাপ, নয়া টেললাইট, এবং নতুন স্টিয়ারিং হুইল পেয়েছে।

পারফরম্যান্সের কথা বললে, Mahindra Bolero একটি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত। যা ৭৫ বিএইচপি ক্ষমতা এবং ২১০ এনএম টর্ক উৎপন্ন করে৷ ইঞ্জিনের সাথে সংযুক্ত পাঁচ গতির ম্যানুয়াল গিয়ারবক্স। অন্যদিকে, Mahindra Bolero Neo-র ইঞ্জিন ১০০ সর্বাধিক বিএইচপি পাওয়ার এবং সর্বোচ্চ ২৪০ এনএম টর্ক দিতে সক্ষম। এতেও ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স উপলব্ধ।

এদিকে খুব সম্প্রতি XUV700 এবং Thar এর দাম যথাক্রমে ৩৭,০০০ ও ২৮,০০০ টাকা বাড়িয়েছে Mahindra। এর ফলে XUV700 পেট্রল ভ্যারিয়েন্ট ২২,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা দামী এবং ডিজেল ভার্সন ২০,০০০ টাকা থেকে ৩৭,০০০ টাকা পর্যন্ত দামী হয়েছে। প্রসঙ্গত, জানুয়ারি ও এপ্রিলের পর চলতি বছর এই নিয়ে তৃতীয় বার গাড়ি দু’টির দাম বাড়িয়েছে মাহিন্দ্রা। উৎপাদন খরচ সামাল দিতেই এই পদক্ষেপ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন