অগাস্টে তিনটি ইলেকট্রিক গাড়ির পর্দাফাঁস করবে Mahindra, বাজারে আনার আগে ব্যাটারি সেল তৈরি করা সংস্থায় লগ্নির ভাবনা

ভারতের বৈদ্যুতিক গাড়ির সম্ভাবনাময় বাজার প্রত্যক্ষ করে ব্যাটারি চালিত গাড়ি আনতে তোরজোড় শুরু করেছে দেশীয় অটো জায়ান্ট...
SUMAN 11 July 2022 8:01 PM IST

ভারতের বৈদ্যুতিক গাড়ির সম্ভাবনাময় বাজার প্রত্যক্ষ করে ব্যাটারি চালিত গাড়ি আনতে তোরজোড় শুরু করেছে দেশীয় অটো জায়ান্ট মাহিন্দ্রা (Mahindra)। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সর্বসমক্ষে আসবে তাদের তিন নতুন ইলেকট্রিক এসইউভি কনসেপ্ট। তবে সর্বপ্রথম Mahindra XUV400 EV বাজারে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য ইতিমধ্যেই সংস্থাটি ব্রিটেনের বিনিয়োগকারী ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বা BII-এর থেকে ১,৯২৫ কোটি টাকা অর্থ সংগ্রহ করেছে। এবারে মাহিন্দ্রা ব্যাটারি-সেল তৈরির কোম্পানিতে বিনিয়োগ করার পরিকল্পনা করছে বলে জানালেন সংস্থার সিইও অনিশ শাহ।

ব্যাটারি-সেল সংস্থায় বিনিয়োগের ভাবনার মূল কারণ যাতে ভবিষ্যতে গাড়ি উৎপাদনে ব্যাঘাত না আসে। আবার বৈদ্যুতিক গাড়ির বিভিন্ন কম্পোনেন্টের জোগান পেতে তারা জার্মান সংস্থা ফোক্সভাগেনের সাথে গাঁটছড়া বেঁধেছে। ছোট থেকে মাঝারি আকারের ব্যাটারির চাহিদা মেটাতে এই চুক্তি বলে জানিয়েছেন অনিশ শাহ। তাঁর কথায়, “ব্যাটারির উৎপাদন আমাদের উদ্দেশ্য নয়। বিশ্বে এমন অনেক সংস্থা রয়েছে যারা এই কাজে দক্ষ। আমরা তাদের সাথে অংশীদারিত্বে যেতে পারি। আমরা হতে পারি তাদের সহ-বিনিয়োগকারী।”

আগামী কয়েক বছরের মধ্যে মোট পাঁচটি ইলেকট্রিক এসইউভি গাড়ি লঞ্চের পরিকল্পনা করছে মাহিন্দ্রা। ২০২৭-এর মধ্যে সংস্থাটি তাদের মোট গাড়ি বিক্রির ৩০% বা ২,০০,০০০ ইউনিট বৈদ্যুতিক করার লক্ষ্যে এগোচ্ছে তারা। বিশ্বজুড়ে ব্যাটারি চালিত গাড়ির চাহিদা বেড়ে চলার সাথে গাড়ির যন্ত্রাংশে আকালের কারণে অটোমোবাইল শিল্পগুলিকে দাম ও সরবরাহে নিয়ন্ত্রণ রাখতে তৎপর হতে হচ্ছে।

বিশ্বের কয়েকটি সংস্থা আবার মোটর এবং ব্যাটারির যোগান বাড়াতে খনি ও বিভিন্ন ফ্যাক্টরিতে কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করছে। এই প্রসঙ্গে শাহ বলেন, “বৈদ্যুতিক গাড়ির সঙ্গে জ্বালানি চালিত গাড়ির যন্ত্রাংশের বিশেষ ফারাক নেই। যার মধ্যে বেশিরভাগ মাহিন্দ্রা নিজের কারখানাতেই তৈরি করে। যদি ফোক্সভাগেন ব্যাটারি সরবরাহের চুক্তি করে, তবে আমরা তাতে রাজি। এমনকি নিশ্চয়তার জন্য যদি কিছু অর্থ বিনিয়োগ করতে হয়, তাতেও আমাদের আপত্তি নাই।”

Show Full Article
Next Story