Mahindra Price Hike: নববর্ষের এক দিন আগে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল মাহিন্দ্রা
রাশিয়া-ইউক্রেনের হানাহানির শুরু হওয়ার পর থেকে ‘মূল্যবৃদ্ধি’ ভারতীয়দের সাথে চীনা জোঁকের মত আটকে রয়েছে। শত চেষ্টা করেও...রাশিয়া-ইউক্রেনের হানাহানির শুরু হওয়ার পর থেকে ‘মূল্যবৃদ্ধি’ ভারতীয়দের সাথে চীনা জোঁকের মত আটকে রয়েছে। শত চেষ্টা করেও যার পিছু ছাড়ানো যাচ্ছে না। পেট্রল-ডিজেলের মূল্যে নিয়ত ছ্যাঁকার সাথে আপামর জনবাসীকে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি ভোগ পণ্যের দামের উত্তাপও সহ্য করতে হচ্ছে। ঠিক সেইসময় গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঁকি দিচ্ছে উপর্যুপরি গাড়ি সংস্থাগুলির মূল্য বৃদ্ধির ঘোষণা। দু’চাকা থেকে চার চাকা, কোনো গাড়ির সংস্থাই রেহাই দিচ্ছে না। মারুতি সুজুকি (Maruti Suzuki), টয়োটা (Toyota)-র পর এবার ‘দাম বাড়ানো’র পথের হাঁটল মাহিন্দ্রা (Mahindra)। এসইউভি সহ সমস্ত গাড়ির ২.৫% দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে। যা ১৪ এপ্রিল অর্থাৎ আজ থেকে কার্যকর করা হয়েছে।
যার ফলে মডেল অনুযায়ী ১০,০০০-৬৩,০০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধির জন্য সংস্থাটি কাঁচামালের খরচ বেড়ে যাওয়াকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর যে কারণে ব্যবসায় সামঞ্জস্য বজায় রাখতে বর্ধিত খরচ ক্রেতাদের সাথেও ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাহিন্দ্রা। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “কাঁচামাল যেমন স্টিল, অ্যালুমিনিয়াম, প্যালাডিয়াম প্রভৃতির দাম বেড়ে যাওয়ার ফলস্বরূপ গাড়ির মূল্যে পরিবর্তন করা হয়েছে।”
সংস্থাটি আরও জানিয়েছে, “কাঁচামালের এই অভূতপূর্ব মূল্যবৃদ্ধির সাথে মোকাবিলা করতে প্রাথমিকভাবে সংস্থাটি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। গ্রাহকদের সাথে এর কিছুটা অংশ ভাগ করে নেওয়া হয়েছে।” এদিকে লাক্সারি প্রিমিয়াম গাড়ি নির্মাতা BMW ও Audi চলতি মাসেই তাদের পণ্যের দাম বাড়িয়েছে। যেখানে এই সংস্থাগুলি একটি নির্দিষ্ট হারে মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেছে, মারুতি সুজুকির তরফে তেমন কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে আগামী কয়েক মাসের মধ্যে ভারতের বাজারে স্করপিও (Scorpio) এসইউভি গাড়িটি নয়া অবতারে হাজির করতে কোমর বেঁধেছে মাহিন্দ্রা। ২০২০-এর অটো এক্সপো অনুষ্ঠানে XUV300 গাড়িটির বৈদ্যুতিক ভার্সনটির প্রদর্শন করা হয়েছিব। অনুমান করা হচ্ছে চলতি অর্থবর্ষের অন্তিম লগ্নে বৈদ্যুতিক গাড়িটি লঞ্চ করবে মাহিন্দ্রা।