থার থেকে স্করপিও, বিভিন্ন গাড়ির দাম বাড়াল Mahindra, বাড়তি কত খরচ হবে জেনে নিন

২০২৪ শুরু হতেই বিভিন্ন অটোমোবাইল কোম্পানি যে নিজেদের গাড়ির দাম বাড়াতে চলেছে, তা গত বছরই জানিয়ে রেখেছিল। সেই তালিকায়...
SUMAN 19 Jan 2024 7:03 PM IST

২০২৪ শুরু হতেই বিভিন্ন অটোমোবাইল কোম্পানি যে নিজেদের গাড়ির দাম বাড়াতে চলেছে, তা গত বছরই জানিয়ে রেখেছিল। সেই তালিকায় নাম রয়েছে মাহিন্দ্রার (Mahindra)। এবারে সে পথে পদক্ষেপ করল কোম্পানি। নিজেদের এসইউভি মডেলের দাম সর্বাধিক ৫৭,০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে মাহিন্দ্রা। মূল্যবৃদ্ধির জন্য ইনপুট খরচ বেড়ে যাওয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কোম্পানি।

Mahindra-র গাড়ির দাম বাড়ল

মূল্যবৃদ্ধির পথে হেঁটেছে এমন অটোমোবাইল কোম্পানির তালিকায় রয়েছে – Maruti Suzuki, Audi, Tata Motors ইত্যাদি। মাহিন্দ্রা তাদের এদেশে বিক্রিত একাধিক জনপ্রিয় এসইউভি মডেলের মূল্য বাড়িয়েছে। যেমন – Thar, Scorpio N, Scorpio Classic, XUV700, XUV300, Bolero, Bolero Neo ও Marazzo। তবে দরবৃদ্ধির তালিকা থেকে ইভি মডেল XUV400-কে বাদ রাখা হয়েছে।

দাম বেড়ে যাওয়ার ফলে মাহিন্দ্রা লাইফস্টাইল এসইউভি থার-এর দাম ২৩,০০০ থেকে ৩৫,০০০ টাকা বেড়েছে। এর আগে গাড়িটির প্রারম্ভিক মূল্য ছিল ১০.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর এখন হয়েছে ১১.২৫ লক্ষ টাকা এবং এর টপ এন্ড ভ্যারিয়েন্টটির মূল্য ১৭.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

অন্যদিকে, Mahindra XUV700-এর কিছু ভ্যারিয়েন্টের দাম বাড়লেও কয়েকটির দাম কমেছে। মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে দাম ১৩.৯৯ লক্ষ টাকা থেকে শুরু করে ২৬.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। যার মধ্যে AX7L সেভেন-সিটার ভার্সনের দাম সবচেয়ে বেশি বেড়েছে, যা ৫৭,০০০ টাকা।

একইভাবে, Mahindra Scorpio N রেঞ্জের দাম ১,০০০ থেকে ৩৯,০০০ টাকা বাড়তে দেখা গেছে। বর্তমানে এই এসইউভি গাড়িটি কিনতে খরচ পড়বে ১৩.৬০ লক্ষ থেকে ২৪.৫৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, Scorpio Classic ৩৪,০০০ টাকা মহার্ঘ হওয়ার ফলে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ১৩.৫৯ লক্ষ থেকে ১৭.৩৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story