Mahindra বিশ্বখ্যাত সংস্থাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, এবার আমেরিকায় EV লঞ্চ করবে
ভারতের এসইউভি (SUV) গাড়ির বাজার কাঁপানোর পর মাহিন্দ্রা (Mahindra)-র লক্ষ্য আমেরিকার মার্কেট। দীর্ঘদিন ধরেই তারা...ভারতের এসইউভি (SUV) গাড়ির বাজার কাঁপানোর পর মাহিন্দ্রা (Mahindra)-র লক্ষ্য আমেরিকার মার্কেট। দীর্ঘদিন ধরেই তারা পাশ্চাত্যের বাজারে রমরমিয়ে ব্যবসা করার বাসনা পোষণ করে চলেছে। যে কারণে ইতিমধ্যেই সংস্থাটি তাদের অফ-রোডার গাড়ি Roxor সে দেশে হাজির করেছে। এটি Mahindra Thar-এর রিব্যাজেড ভার্সন। তবে বর্তমানে মাহিন্দ্রা মার্কিনের বাজারে তাদের ইলেকট্রিক গাড়ি আনার পরিকল্পনা করছে। ২০২৭ সালের পর উত্তর আমেরিকার বাজারে লঞ্চ করা হবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানালেন সংস্থার সিইও অনিশ শাহ।
এমনকি বিশ্ববাজারে একাধিক মডেলের বৈদ্যুতিক এসইউভি মডেল বিক্রির পরিকল্পনার কথাও প্রকাশ করেন শাহ। সেই লক্ষ্যে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান তিনি। তাঁর কথায়, “আমার মনে হয় না আগামী পাঁচ বছরের মধ্যে আমেরিকায় আমরা গাড়ি লঞ্চ করতে পারব।” পাঁচ বছর সময় লাগার কারণ হিসেবে শাহ জানান, আমেরিকার আগে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে ব্যবসায় সুখ্যাতি অর্জন করতে চায় তারা।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে মাহিন্দ্রা তাদের একসাথে পাঁচটি ইলেকট্রিক কনসেপ্ট মডেলের উন্মোচন করে। এগুলি ইঙ্গলো ইভি স্কেটবোর্ড আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়। বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির নবজাগরণে এই পাঁচটি ইলেকট্রিক এসইউভি বিশেষ ভূমিকা পালন করবে। এই ইলেকট্রিক গাড়িগুলির মধ্যে সর্বপ্রথম বাজারে হাজির হবে Mahindra XUV400। আগামী জানুয়ারিতেই লঞ্চ হবে এটি।
এদিকে সংস্থাটি পুণেতে তাদের ইলেকট্রিক গাড়ির জন্য আলাদা একটি কারখানা নির্মাণের পরিকল্পনা করছে। যার জন্য প্রায় ১০,০০৯ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মাহিন্দ্রার সিইও যোগ করেন, বর্তমানে মাহিন্দ্রা আমেরিকার বাজারে গাড়ি তৈরি করে স্থানীয় বাজারে এদের দাম কম রাখা যায় কিনা, সে বিষয়ে চিন্তা ভাবনা করছে।