Scorpio, Thar কিনতে ভিড়, সেপ্টেম্বরে রেকর্ড গড়ে 41,267টি SUV বিক্রি করল Mahindra

২০২৩-এর অক্টোবর শুরু হতেই আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরে বেচাকেনার হালহকিকত সর্বসমক্ষে আনতে শুরু করেছে বিভিন্ন অটোমোবাইল...
SUMAN 5 Oct 2023 7:38 PM IST

২০২৩-এর অক্টোবর শুরু হতেই আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরে বেচাকেনার হালহকিকত সর্বসমক্ষে আনতে শুরু করেছে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি। সেই মতো এবার দেশের ‘এসইউভি স্পেশালিস্ট’ মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra) নিজেদের বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। যেখানে দেখা গিয়েছে, গত মাসে তাদের মোট ৪১,২৬৭ ইউনিট গাড়ি নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ৩৪,২৬২ ইউনিট থাকায়, এবারের বিক্রিতে ২০% উত্থান ঘটেছে।

Scorpio, XUV700 দেদার বিকোলো

সেপ্টেম্বরে টাটা মোটরস দেশের বাজারে মোট ৪৪,৮০৯টি গাড়ি বিক্রি করেছে। ফলে বিক্রির নিরিখে তৃতীয় স্থানাধিকারী টাটার সাথে মাহিন্দ্রার ব্যবধান ৩,৬০০ ইউনিটের কাছাকাছি এসে ঠেকেছে। মাহিন্দ্রা সূত্রে খবর, এ বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২,১৪,৯০৪ ইউনিট এসইউভি বেচেছে তারা। যেখানে আগের অর্থবর্ষে ওই সময়ে বিক্রির অঙ্ক ১,৬৭,০৫২ ইউনিট থাকায় ২৯% বৃদ্ধি।

মাহিন্দ্রা আরও জানিয়েছে, পরপর তিন মাস তারা সর্বোচ্চ বিক্রি দেখেছে। আগের মাসে মাহিন্দ্রা দেশের বাজারে মোট ৪১,২৬৭টি ইউটিলিটি ভেহিকেল বিক্রি করতে পেরেছে। আর সব ধরনের গাডি মিলিয়ে তাদের বিক্রিবাটার অঙ্ক ৪২,২৬০ ইউনিট। দেশজুডে উৎসবের আবহে চলতি মাসে বিক্রিবাটা আরও বৃদ্ধি পাওয়ার বিষয় আশাবাদী মাহিন্দ্রা।

এই প্রসঙ্গে মাহিন্দ্রা ও মাহিন্দ্রা-র অটোমোটিভ বিভাগের সভাপতি বিজয় নাকরা বলেন, “পরপর তিন মাস সর্বাধিক এসইউভি গাড়ি বিক্রি করতে পেরে আমরা উচ্ছ্বসিত। এই মাসে ৪১,২৬৭টি ভেহিকেল বিক্রির ফলে ২০% বৃদ্ধি দেখেছি আমরা। সার্বিকভাবে আমাদের বেচাকেনায় উত্থান ঘটেছে ১৭%।” গত মাসে Bolero Maxx Pik Up ট্রাকের উৎপাদন ১ লাখ ইউনিট পেরিয়েছে বলে জানিয়েছেন তিনি।

Show Full Article
Next Story