বাণিজ্যিক গাড়ির বিপুল চাহিদা দেখে মাহিন্দ্রা খুশ, তাল মিলিয়ে SUV-র বিক্রিও 57% বাড়ল

এসইউভি (SUV) স্পেশালিস্ট মাহিন্দ্রা (Mahindra) এপ্রিলে এদেশে তাদের গাড়ি বিক্রির পরিসংখ্যান নিয়ে হাজির হল। যেখানে দেখা...
SUMAN 3 May 2023 5:17 PM IST

এসইউভি (SUV) স্পেশালিস্ট মাহিন্দ্রা (Mahindra) এপ্রিলে এদেশে তাদের গাড়ি বিক্রির পরিসংখ্যান নিয়ে হাজির হল। যেখানে দেখা গেছে গত মাসে সংস্থাটি ৩৪,৬৯৮টি নতুন যাত্রীবাহী গাড়ির চাবি ভারতীয়দের তুলে দিয়েছে। তুলনাস্বরূপ ২০২২-এর এপ্রিলে তাদের ২২,৫২৬ ইউনিট বিক্রি হয়েছিল। ফলে গত মাসে মাহিন্দ্রার প্যাসেঞ্জার ভেহিকেলের বিক্রি ৫৪ শতাংশ বাড়তে দেখা গেছে।

২০২৩ এর এপ্রিলে সংস্থার ইউটিলিটি ভেহিকেল বা ইউভি-ই শুধু বিক্রি হয়েছে ৩৪,৬৯৪ ইউনিট। যেখানে এক বছর আগে একই সময়ে সংখ্যাটি ছিল ২২,১৬৮। ফলে এক বছরের ব্যবধানে ৫৭ শতাংশ অগ্রগতি প্রত্যক্ষ করেছে মাহিন্দ্রা। তবে সাধারণ গাড়ি এবং ভ্যানের বিক্রি ৩৫৮ ইউনিট থেকে কমে ৪ ইউনিটে নেমে এসেছে।

অন্যদিকে, এ বছর মার্চের তুলনায় এপ্রিলে দেশের বাজারে সংস্থার প্যাসেঞ্জার ভেহিকেলের বিক্রি ৪ শতাংশ কমতে দেখা গেছে। সেই মাসে ৩৫,৯৯৭ ইউনিট মডেল বিক্রি হয়েছিল বলে সংস্থা সূত্রে খবর। গত মাসে সংস্থাটি ২১টি গাড়ি রপ্তানি করেছে। মাহিন্দ্রা জানিয়েছে বর্তমানেও তারা জোগান-শৃঙ্খল সমস্যার ভুক্তভোগী।

তবে পরিস্থিতি অনুকূলে না থাকলেও চাহিদায় ভাটা পড়তে দেয়নি মাহিন্দ্রা। কমার্শিয়াল ভেহিকেলের বিক্রি বাড়ার কথা জানিয়েছে তারা। ২ টনের কম হালকা বাণিজ্যিক গাড়ি বিক্রি আগের বছর এপ্রিলের (২,৯২৯) তুলনায় গত মাসে (৩,৪১৬) ১৭ শতাংশ বৃদ্ধির সাক্ষী থেকেছে মাহিন্দ্রা। আবার ২-৩.৫ টনের বাণিজ্যিক গাড়ির বেচাকেনা ১৫,৬৬৫ ইউনিট হওয়ায় আগের বারের চাইতে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও, গত মাসে ৩.৫ টনের বেশি লাইট কমার্শিয়াল ভেহিকেল, মিডিয়াম ও হাই কমার্শিয়াল ভেহিকেলের ১,১৫০ ইউনিট বেচেছে মাহিন্দ্রা। এদিকে আগের বছর এপ্রিলে তিন চাকার গাড়ি বিক্রি ৩,০০৯ থেকে বৃদ্ধি পেয়ে গত মাসে ৫,৫৫২ ইউনিট হয়েছে। যদিও সঙ্কুচিত হয়েছে রপ্তানি। ২০২২ এর এপ্রিলে ২,৭০৩ থেকে রপ্তানি কমে গত মাসে ১,৮১৩ ইউনিট হয়েছে। যদিও এ বছর মার্চে সংস্থার ২,১১৫ ইউনিট বণিজ্যিক গাড়ি এক্সপোর্ট হয়েছিল।

Show Full Article
Next Story