দেশের SUV মার্কেটে ফের Mahindra-র রাজ, নভেম্বরে Scorpio, Thor এর ব্যাপক চাহিদা

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra) নভেম্বরে তাদের গাড়ি বেচাকেনার হালহকিকত সর্বসমক্ষে মেলে ধরল। পরিসংখ্যান বলছে গত মাসে সংস্থাটি মোট ৫৮,৩০৩টি গাড়ি বেচতে সমর্থ হয়েছে।…

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra) নভেম্বরে তাদের গাড়ি বেচাকেনার হালহকিকত সর্বসমক্ষে মেলে ধরল। পরিসংখ্যান বলছে গত মাসে সংস্থাটি মোট ৫৮,৩০৩টি গাড়ি বেচতে সমর্থ হয়েছে। যার মধ্যে বাণিজ্যিক এবং যাত্রীবাহী – উভয় প্রকার যানবাহন রয়েছে। আগের বছরের ওই সময়ের তুলনায় বিক্রিতে ৪৫ শতাংশ অগ্রগতি দেখেছে মাহিন্দ্রা।

মাহিন্দ্রা জানিয়েছে, গত মাসে তারা মোট ৩০,২৩৮টি ইউটিলিটি ভেহিকেল বিক্রি করতে পেরেছে। আগের বছরের নভেম্বরে বিক্রির পরিমাণ ১৯,৩৮৪ থাকায়, এবারের বিক্রিতে ৫৬% জোয়ার দেখা গেছে। এদিকে বিগত কয়েক বছরে একাধিক মডেলের নতুন এসইউভি লঞ্চ করেছে কোম্পানি। তাদের পোর্টফোলিয়তে XUV700, Scorpio-N এবং Thar বাজারে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে। যে কারণে এদের ওয়েটিং পিরিয়ড একটু বেশি।

এই তিনটি গাড়ি ছাড়াও মাহিন্দ্রার এসইউভি লাইন আপে অন্যান্য মডেলগুলির মধ্যে XUV300, Scorpio Classic, Bolero Neo এবং Bolero-এর জনপ্রিয়তাও যথেষ্ট। এছাড়া Marazzo MPV এবং KUV100 NXT গাড়িগুলিও অফার করে মাহিন্দ্রা। উল্লেখ্য, চাহিদা কম থাকার কারণে চলতি মাস থেকে সংস্থাটি তাদের ফ্ল্যাগশিপ মডেল Alturas G4 বিক্রি বন্ধ করে দিয়েছে।

এদিকে সংস্থাটি তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি গাড়ি XUV400 বাজারে আনার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। যা XUV300-এর উপর ভিত্তি করে সামনের মাসে দেশের বাজারে লঞ্চ হবে। Tata Nexon EV-র সাথে যার সমানে টক্কর চলবে। যা বর্তমানে দেশের বেস্ট সেলিং ইলেকট্রিক এসইউভি।

XUV400 মডেলটি ৩৯.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ আসবে। যা সিঙ্গেল চার্জে ৪৫৬ কিলোমিটার পথ চলতে সহায়তা করবে। এর ইলেকট্রিক মোটরটি থেকে ১৫০ পিএস শক্তি এবং ৩১০ এমএম টর্ক উৎপন্ন হবে। আবার ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ ৮.৩ সেকেন্ডে তুলতে পারবে গাড়িটি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন