Mahindra-র গাড়ি কেনার প্ল্যান? স্বপ্নের মডেল বুক করার আগে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন
ইদানিং কেবিনে বেশি জায়গা এবং স্টাইলিশ লুকের কারণে এসইউভি (SUV) গাড়ি ভারতীয়দের প্রথম পছন্দ। ভারতে সংশ্লিষ্ট সেগমেন্টের...ইদানিং কেবিনে বেশি জায়গা এবং স্টাইলিশ লুকের কারণে এসইউভি (SUV) গাড়ি ভারতীয়দের প্রথম পছন্দ। ভারতে সংশ্লিষ্ট সেগমেন্টের সেরা সংস্থা হিসেবে মাহিন্দ্রা (Mahindra)-র জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে সংস্থাটির এসইউভি মডেলগুলি ৫৩,০০০-এর বেশি বুকিং পেয়েছে। বর্তমানে সংস্থার লাইনআপে রয়েছে Mahindra Thar, Mahindra XUV300, Mahindra XUV700, Mahindra Scorpio N এবং Mahindra Bolero–র মতো মডেলগুলি। এদের কত বুকিং জমে রয়েছে জানেন কি? না জানলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
তালিকায় সবার উপরে রয়েছে Mahindra Scorpio N। বর্তমানে গাড়িটির বুকিংয়ের সংখ্যা মোট ১,৩০,০০০। যার মধ্যে অক্টোবরে যুক্ত হয়েছে নতুন ১৭,০০০ রেজিস্ট্রেশন। স্করপিও পেট্রোল এবং ডিজেল – উভয় ইঞ্জিন এবং ম্যানুয়াল অথবা অটোমেটিক গিয়ারবক্সে বেছে নেওয়া যায়। লঞ্চের সময় গাড়িটির দাম ১৫.৪৫ লক্ষ টাকা রাখা হয়েছিল।
অন্যদিকে, Mahindra XUV700 প্রতি মাসে গড়ে ১১,১০০ করে অর্ডার পাচ্ছে। ফলে বর্তমানে এর বুকিং এর অঙ্ক প্রায় ৮০,০০০। এ বছর সেপ্টেম্বরে মাহিন্দ্রা গাড়িটির কয়েকটি নির্দিষ্ট ভ্যারিয়েন্টের দাম কমানোর কথা ঘোষণা করেছিল। এসইউভি-র বেশ কিছু মডেলের দাম ৬,০০০ টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছিল।
প্রতি মাসে গড়ে ৪,৯০০ বুকিং আসার ফলে বর্তমানে Mahindra Thar-এর মোট বুকিং দাঁড়িয়েছে ২০,০০০ ইউনিটে। সেপ্টেম্বরে চার আসন বিশিষ্ট Thar SUV-র মূল্য ৫৩,৪১১ টাকা বাড়ানো হয়েছিল। আবার এর কয়েকটি মডেলের দাম কমানোর কথাও ঘোষণা করেছিল মাহিন্দ্রা।
হালে Mahindra Bolero এবং Mahindra XUV300-এর বুকিং প্রায় ১৩,০০০। আবার Bolero এবং XUV300 প্রতি মাসে গড়ে যথাক্রমে ৮,৩০০ ও ৬,৪০০ বুকিং পাচ্ছে। প্রসঙ্গত, গণেশ চতুর্থীতে সংস্থার কর্ণধার আনন্দ মাহিন্দ্রা তাদের সম্পূর্ণ ইলেকট্রিক এসইউভি মডেল XUV400-এর উপর থেকে পর্দা সরিয়েছিল। eXUV300 কনসেপ্ট মডেলটির উপর ভিত্তি করে বাজারে আসবে এটি।