Mahindra Scorpio Classic এর দাম বাড়ল, সব ভ্যারিয়েন্টের নতুন প্রাইস দেখে নিন

অতিরিক্ত দামের বোঝা চাপতে চলেছে Mahindra Scorpio Classic-এর সম্ভাব্য ক্রেতাদের কাঁধে। দেশীয় অটোমোবাইল জায়েন্ট...
SUMAN 28 Jan 2023 8:42 PM IST

অতিরিক্ত দামের বোঝা চাপতে চলেছে Mahindra Scorpio Classic-এর সম্ভাব্য ক্রেতাদের কাঁধে। দেশীয় অটোমোবাইল জায়েন্ট মাহিন্দ্রা (Mahindra) এবারে তাদের এসইউভি (SUV) গাড়িটির প্রতিটি ভ্যারিয়েন্টের দাম বাড়ানোর কথা ঘোষণা করল। এটি বর্তমানে দুই ধরনের সিটিং লেআউট সহ একজোড়া ট্রিমে বেছে নেওয়া যায় – Scorpio Classic S ও Scorpio Classic S11।

বেস মডেল অর্থাৎ স্করপিও ক্লাসিক এস সাত এবং নয় উভয় আসনের বিকল্পে উপলব্ধ। গাড়িটির মূল্য ভ্যারিয়েন্ট অনুযায়ী সর্বোচ্চ ৮'৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন গাড়িটিরর সেভেন ও নাইন সিটার বিশিষ্ট মডেলের দাম যথাক্রমে ১২.৬৪ লক্ষ টাকা ও ১২.৮৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) দাঁড়িয়েছে। অন্যদিকে টপ-স্পেক স্করপিও ক্লাসিক এস১১-এর মূল্য ১৬.১৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ‘ক্লাসিক’ অবতারে আত্মপ্রকাশ করেছিল স্করপিও। তার আগেই অবশ্য নতুন লুক এবং আরও অত্যাধুনিক ফিচার নিয়ে আত্মপ্রকাশ করেছিল স্করপিও-এন। এটি ১১.৯৯ লক্ষ টাকার (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে লঞ্চ হয়েছিল। এর প্রিমিয়াম ভ্যারিয়েন্ট এস১১-এর দাম ১৫.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

নতুন Scorpio Classic-এর সামনে দেওয়া হয়েছে টুইন পিক লোগো। এছাড়া রয়েছে এলইডি ডিআরএল, নতুন ডিজাইনের ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। ব্ল্যাক থিম যুক্ত কেবিনের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে উপস্থিত একটি নতুন ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এটি একটি ২.২ লিটার ফোর সিলিন্ডার mHawk ডিজেল ইঞ্জিনে ছোটে। যা থেকে ১৩০ বিএইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। আবার গাড়িটি রিয়ার হুইল ড্রাইভ সিস্টেম সহ বেছে নেওয়া যায়।

Show Full Article
Next Story