Mahindra Scorpio-N: মাথায় হাত ক্রেতাদের, পুজোর মুখে স্করপিওর দাম বাড়ল একধাক্কায়

সে যে কারণেই হোক, ভারতীয় অটোমোবাইল শিল্প বিগত কয়েক মাস ধরে ক্রমাগত মূল্যবৃদ্ধির শিকার হয়েই চলেছে। এ বছর বিভিন্ন মডেলের দাম একাধিকবার বেড়েছে। যার মধ্যে…

সে যে কারণেই হোক, ভারতীয় অটোমোবাইল শিল্প বিগত কয়েক মাস ধরে ক্রমাগত মূল্যবৃদ্ধির শিকার হয়েই চলেছে। এ বছর বিভিন্ন মডেলের দাম একাধিকবার বেড়েছে। যার মধ্যে অন্যতম মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)-র ফ্ল্যাগশিপ এসইউভি Scorpio-N। ইতিমধ্যেই এবছর দু’বার গাড়িটির দর বাড়িয়েছে কোম্পানি। পুজোর আগে ফের একবার দাম চড়ানো হল। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা নতুন লিস্ট অনুযায়ী, Mahindra Scorpio-N-এর এন্ট্রি-লেভেল ম্যানুয়াল ট্রান্সমিশন মডেলটির দাম ১৩.২৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

তৃতীয়বারের জন্য Scorpio-N এর দাম বাড়ালো Mahindra

Mahindra Scorpio-N পাঁচটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – Z2, Z4, Z6, Z8 ও Z8L। এগুলির প্রতিটি পেট্রোল এবং ডিজেল উভয় ভার্সনে উপলব্ধ। ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত এন্ট্রি-লেভেল ডিজেল ভ্যারিয়েন্ট Z2-এর বর্তমানে কিনতে খরচ হবে ১৩.৭৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আবার এর টপ-স্পেক ডিজেল অটোমেটিক ট্রান্সমিশন ভ্যারিয়েন্ট Z8L 4WD-এর এখন মূল্য ২,০০০ টাকা বেড়ে হয়েছে ২৪.৫৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Scorpio-N এর টপ-এন্ড পেট্রোল অটোমেটিক ট্রান্সমিশন ভ্যারিয়েন্টের (৬-সিটার) দাম বেড়ে হয়েছে ২১.৭৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Z4E 4WD ডিজেল ৭-সিটার ম্যানুয়াল ট্রান্সমিশন মডেলটির দাম সর্বোচ্চ ৮১,০০০ টাকা বেড়ে হয়েছে ১৮.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর আগে জানুয়ারি এবং এপ্রিল মাসে গাড়িটির দর হাকিয়েছিল মাহিন্দ্রা।

Mahindra Scorpio-N-এর হুডের নিচে একটি ২.০ লিটার টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন অফার করা হয়। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক উভয় ট্রান্সমিশনে উপলব্ধ। আউটপুট ১৯৭ বিএইচপি এবং ৩৮০ এনএম। আবার গাড়িটি ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের সাথেও কেনা যায়। এটি থেকে ১৭৩ বিএইচপি এবং ৪০০ এনএম টর্ক উৎপন্ন হয়।