Mahindra Scorpio: স্করপিও ঝড়ে বেসামাল দেশের গাড়ি বাজার, বড় নজির ছুঁল মাহিন্দ্রা

এসএউভি (SUV) গাড়ি তৈরিতে বহু বছর ধরেই মাহিন্দ্রা (Mahindra) নিজেদের পারদর্শীতা দেখিয়ে আসছে। তাই তাদের গাড়ির চাহিদাও...
SUMAN 15 Feb 2024 2:36 PM IST

এসএউভি (SUV) গাড়ি তৈরিতে বহু বছর ধরেই মাহিন্দ্রা (Mahindra) নিজেদের পারদর্শীতা দেখিয়ে আসছে। তাই তাদের গাড়ির চাহিদাও যথেষ্ট বেশি।Scorpio, Bolero, Thar-এর মত জনপ্রিয় মডেলগুলি এনে বাজারে সাড়া ফেলে দিয়েছে তারা। ফেব্রুয়ারি শুরু হতেই এবার Scorpio-N এর নতুন মাইলফলক স্পর্শ করার খবর ঘোষণা করল সংস্থা। লঞ্চের মাত্র দু’বছরের মধ্যেই নতুন প্রজন্মের স্করপিওর এক লক্ষ ইউনিট উৎপাদন করেছে মাহিন্দ্রা।

Mahindra Scorpio-N-এর নতুন মাইলস্টোন

মাহিন্দ্রার এই ফ্ল্যাগশিপ মডেলটির ওয়েটিং পিরিওড বর্তমানে বাকিদের তুলনায় সর্বাধিক। সময়ের সাথে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে বেস্ট-সেলিং মডেলের তকমা জিতে নিয়েছে এটি। বর্তমান ভ্যারিয়েন্ট অনুযায়ী Mahindra Scorpio-N-এর দাম ১৩.২৬-২৪.৫৪ লাখ টাকা (এক্স-শোরুম)। পরিসংখ্যান বলছে মডেলটি প্রতি মাসে গড়ে ৮,০০০-এর বেশি ইউনিট বিক্রি হয়।

আবার স্করপিও-এন এর সাথে বিক্রি বাড়াতে অবদান রেখেছে Scorpio Classic SUV মডেলটি। জানুয়ারিতে মাহিন্দ্রা ৪৩,০০০-এর বেশি এসইউভি গাড়ির চাবি নয়া ক্রেতাদের হাপে তুলে দিতে পেরেছে। যা ২০২৩-এর জানুয়ারির তুলনায় ৩১% বেশি। ভারতের বাজারে উপলব্ধ গাড়িগুলির মধ্যে অন্যতম নিরাপদ চার চাকা হচ্ছে Scorpio-N। গ্লোবাল এনক্যাপ-এর ক্র্যাশ টেস্টে এটি ৫-স্টার রেটিং পেয়েছিল।

৬ ও ৭ আসন সংখ্যায় বেছে নেওয়া যায় Mahindra Scorpio-N। এর চারটি ট্রিম উপলব্ধ, যথা – Z2, Z4, Z6 ও Z8। স্করপিও গাড়িতে রয়েছে বডি-অন ফ্রেম চ্যাসিস ও রিয়ার-হুইল ড্রাইভ সেটআপ সহ ৪x৪ পাওয়ারট্রেন। ২.০ লিটার টার্বো-পেট্রোল ও ২.২ লিটার ডিজেল ইঞ্জিন সমেত বেছে নেওয়া যায় গাড়িটি।

এই একই পাওয়ারট্রেন XUV700 ও Thar-এও রয়েছে। Scorpio-N-এর ডিজেল ইঞ্জিন মডেলটি আবার দুটি টিউনে বেছে নেওয়া যায়। ১৩০ বিএইচপি ও ৩০০ এনএম এবং ১৭২ বিএইচপি ও ৪০০ এনএম। ৬-গতির ম্যানুয়াল গিয়ারবক্সেও এটি কেনা যায়। যদিও হায়ার-ট্রিমে আছে ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক অপশন। পেট্রোল মডেলের আউটপুট ২০০ বিএইচপি ও ৩৮০ এনএম টর্ক। এটিও ৬-গতির ম্যানুয়াল গিয়ারবক্স এবং ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক অপশনে উপলব্ধ।

Show Full Article
Next Story